শিরোনাম
◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৫, ১২:১৪ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রোনালদোর ব্যালন ডি’অর জয় নিয়ে প্রশ্ন তোলায় অবাক রদ্রি

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি ২০২৪ সালে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জয় নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর মন্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেছেন, এই পুরস্কার নিয়ে রোনালদোর প্রশ্ন তোলার কারণ তিনি বুঝতে পারছেন না।

রোনালদো সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ২০২৪ সালে ব্যালন ডি’অর জেতার যোগ্য দাবিদার ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এই পুরস্কার ভিনিসিয়ুসকে না দিয়ে রদ্রিকে দেয়া অন্যায্য বলে মন্তব্য করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। চ্যানেল২৪

এ বিষয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর সঙ্গে আলাপচারিতায় রদ্রি বলেন, সত্যি বলতে, আমি অবাক হয়েছি। কারণ রোনালদো নিজে জানেন, এই পুরস্কার কীভাবে দেয়া হয় এবং বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া কী। সাংবাদিকরাই ভোট দেন এবং তারা মনে করেছেন, আমিই এই পুরস্কার পাওয়ার যোগ্য। যেসব সাংবাদিক একসময় তাকে বিজয়ী হিসেবে ভোট দিয়েছিলেন, তখন তিনি সেটি মেনে নিয়েছিলেন।

গত অক্টোবর মাসে ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রের পুরস্কার না পাওয়ায় এমন সিদ্ধান্ত নেয় স্প্যানিশ ক্লাবটি।

২০২৩-২৪ মৌসুমে ভিনিসিয়ুস রিয়ালের হয়ে ৩৯টি ম্যাচে ২৪টি গোল করেন। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ এবং স্প্যানিশ সুপার কাপ জয়ে তার অবদান ছিল অসাধারণ।

অন্যদিকে, ম্যানচেস্টার সিটির হয়ে টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রি। স্পেন জাতীয় দলের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেও দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। যদিও ফাইনালে চোটের কারণে দ্বিতীয়ার্ধে মাঠে থাকতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়