শিরোনাম
◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪, ১১:১৩ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সেলোনার আধিপত্য লা লিগার সবচেয়ে দামি একাদশে 

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের তিন নম্বরে বার্সেলোনার অবস্থান। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল বার্সেলোনার খেলোয়াড়রা। যে কারণে প্রভাব পড়েছে তাদের বাজারমূল্যে। 

ট্রান্সফার মার্কেট প্রকাশিত লা লিগার সর্বোচ্চ বাজারমূল্যের খেলোয়াড়দের একাদশে বার্সেলোনার পাঁচজন খেলোয়াড় স্থান পেয়েছেন। রিয়াল মাদ্রিদের চারজন, ভালেন্সিয়া ও অ্যাথলেটিকো মাদ্রিদের একজন খেলোয়াড় জায়গা পেয়েছেন। চ্যানেল২৪

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে আছেন একাদশের একমাত্র স্ট্রাইকার হিসেবে। চলতি মৌসুমে ক্লাবে যোগ দিয়ে দুর্দান্ত ফর্মে থাকা এমবাপ্পের বাজারমূল্য ধরা হয়েছে ১৬০ মিলিয়ন ইউরো। তার সঙ্গে রয়েছেন আর্জেন্টিনার অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড় জুলিয়ান আলভারেজ। তার বাজার মূল্য ধরা হয়েছে ৮০ মিলিয়ন।

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র, যিনি বর্তমানে ফর্মের তুঙ্গে। তার বাজারমূল্য ধরা হয়েছে ২০০ মিলিয়ন ইউরো, যা এই একাদশের সর্বোচ্চ। রাইট উইংয়ে রয়েছেন বার্সেলোনার তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল। ১৭ বছর বয়সী এই ফুটবলারের বাজারমূল্য ধরা হয়েছে ১৮০ মিলিয়ন ইউরো, যা ট্রান্সফার মার্কেটে এই বয়সী কোনো ফুটবলারের সর্বোচ্চ।

অ্যাটাকিং মিডফিল্ডারে রাখা হয়েছে রিয়াল মাদ্রিদের জুড বেলিংহামকে। ইংলিশ মিডফিল্ডারের বাজারমূল্য ১৮০ মিলিয়ন ইউরো। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে আছেন বার্সেলোনার পেদ্রি (১০০ মিলিয়ন ইউরো) এবং রিয়াল মাদ্রিদের ফেদেরিকো ভালভের্দে (১৩০ মিলিয়ন ইউরো)।

সেন্টার ব্যাক পাও কুবারসি (৭০ মিলিয়ন ইউরো) ও রোনালদ আরাউহো (৫৫ মিলিয়ন ইউরো) জুল কুন্দে (৬০ মিলিয়ন)। 

ভ্যালেন্সিয়ার জর্জি মামারদাশভেলি। এই গোলকিপারের বাজারমূল্য ধরা হয়েছে ৪০ মিলিয়ন ইউরো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়