শিরোনাম
◈ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন উপদেষ্টা হাসান আরিফ (ভিডিও) ◈ ‘কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে মানহানির ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ’ ◈ এবার স্ত্রীকেও ‘হারাচ্ছেন’ সিরিয়ার ক্ষমত্যাচ্যুত প্রেসিডেন্ট আসাদ? ◈ দেশে দেশে স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বা নৈরাজ্য সৃষ্টি‌ই আমেরিকার পরিকল্পনা ◈ অর্থ আত্মসাতের অভিযোগ: যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ ◈ সেভিয়াকে হারিয়ে দুই নম্বরে উঠে এলো রিয়াল মাদ্রিদ ◈ আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার কতটা সুযোগ রয়েছে? ◈ অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড ভারতের মাথা ব্যথার কারণ  ◈ দিল্লিতে অবৈধ ১৭৫ বাংলাদেশিকে চিহ্নিত করলো পুলিশ, শহরজুড়ে তল্লাশি ◈ ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়কে অপ্রত্যাশিত বলছেন আলাউদ্দিন বাবু

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড ভারতের মাথা ব্যথার কারণ 

স্পোর্টস ডেস্ক: ট্রাভিস হেড ভারতকে সামনে পেলেই ব্যাট হাতে জ্বলে ওঠেন। ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ দুই ফাইনালেই ভারতকে হারানোর নায়ক ছিলেন হেড। চলতি বোর্ডার-গাভাস্কার সিরিজেও ব্যাট হেসেছে হেডের। প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১১ রান করে আউট হলেও পরের তিন ইনিংসে খেলেছেন ৮৯, ১৪০ এবং ১৫২ রানের ইনিংস।

হেড যে ভারতের মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। তাই তাকে নতুন উপাধি দিয়েছেন ভারতের সাবেক ব্যাটার, কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,  'তার নতুন উপাধি হল ট্র্যাভিস হেডেক (মাথা ব্যথা)। ব্যথার জন্য ভারতে সবাই বাম খুঁজে। পায়ের সমস্যা, গোড়ালির সমস্যা এমনকি মাথা ব্যথার জন্য বাম খুঁজে। সে এর জন্য আদর্শ।

শর্ট বলের বিপক্ষে যেন দুর্বার হেড। গত তিন বছরে অস্ট্রেলিয়ার এই ব্যাটার অনেক উন্নতি করেছেন বলে দাবি শাস্ত্রীর। তিনি যোগ করেন, 'আমি মনে করি সে খুব চতুর। তিন বছর আগে আমি যা দেখেছি, সে অনেক উন্নতি করেছে। বিশেষ করে যেভাবে সে শর্ট বল খেলে। সে ভালোভাবে ছেড়ে দেওয়াও শিখেছে।

শাস্ত্রীর মতে যে ডেলিভারির লাইন এবং দৈর্ঘ্য দ্রুত বিচার করা এবং শট নির্বাচনের দক্ষতা ভিন্ন পর্যায়ে নিয়ে গেছে হেডকে। এর ব্যাখ্যা করে শাস্ত্রী বলেছেন, 'এটি সবসময় একটি বড় শট নয়, যা তার বাহুর নিচে বা অন্য কোথাও কোণাকৃতির একটি শর্ট ডেলিভারি থেকে আসে। সে এটির উপরে গিয়ে বড় শট নেওয়ার জন্য প্রস্তুত থাকে। এবং যদি এটি মিডল, মিডল এবং অফ থাকে, তাহলে সে এটিকে স্কয়ারের দিকেও মারতে পারে।

এমন ফর্মে থাকা অবস্থায় হেডকে আটকানো প্রায় অসম্ভব বলে মনে করেন শাস্ত্রী। এমনকি অজি এই ব্যাটার ক্যারিয়ার সেরা ফর্মে আছেন বলেও দাবি তার। এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'সে বলের উচ্চতা খুব ভালো বেছে নেয়। এটি তার অন্যতম বড় শক্তি এবং তার অফসাইডে একটি ঝলমল করা ব্লেড রয়েছে। তাই তাকে আটকানো কঠিন এবং সে তার জীবনের সেরা ফর্মে রয়েছে।

ভারতের সেরা বোলারদের একজন জসপ্রিত বুমরাহ। চলতি সিরিজে ১০.৯ গড়ে ২১ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার। তার বিরুদ্ধে দুইবার উইকেট হারালেও ৯১ বলে হেডের রান ৮৩। হেডের আত্মবিশ্বাসের কাছে এখানে বুমরাহ হেরে গেছেন বলে বিশ্বাস শাস্ত্রীর। তিনি বলেন, আমরা সবাই জানতাম সে বিপজ্জনক, কিন্তু জাসপ্রিত বুমরাহের বিপক্ষে সে প্রথম শট খেলেছিল, সেই কভার ড্রাইভ, ফ্রন্ট ফুট থেকে। এটি অনেকভাবেই কিছুটা উপরে ছিল, একটি একটি ভালো ডেলিভারি। এটি আমাকে জানান দিয়েছিলো যে এই খেলোয়াড় দারুণ ফর্মে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়