শিরোনাম
◈ অর্থ আত্মসাৎ অর্থ আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ ◈ সেভিয়াকে হারিয়ে দুই নম্বরে উঠে এলো রিয়াল মাদ্রিদ ◈ আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার কতটা সুযোগ রয়েছে? ◈ অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড ভারতের মাথা ব্যথার কারণ  ◈ দিল্লিতে অবৈধ ১৭৫ বাংলাদেশিকে চিহ্নিত করলো পুলিশ, শহরজুড়ে তল্লাশি ◈ ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়কে অপ্রত্যাশিত বলছেন আলাউদ্দিন বাবু ◈ দীর্ঘ বছর ক্রিকেট খেলার পর আমাদের একটা স্টেজে আসা উচিত: কোচ সালাহউদ্দিন ◈ বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা (ভিডিও) ◈ বিশেষ বিধান জারি বাংলাদেশ ব্যাংকের ◈ ২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:২০ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দীর্ঘ বছর ক্রিকেট খেলার পর আমাদের একটা স্টেজে আসা উচিত: কোচ সালাহউদ্দিন

মোহাম্মদ সালাহউদ্দিন

স্পোর্টস ডেস্ক: দলগতভাবে বাংলাদেশের পারফরম্যান্সে আরও অনেক ধারাবাহিকতার আশা করছেন মোহাম্মদ সালাহউদ্দিন। লম্বা সময় ধরে ক্রিকেট খেলে আসা দলটির কাছে আরও বেশি পরিণতবোধ এবং ভালো ফলাফলের প্রত্যাশা করছেন জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচ।

মাসখানেক আগে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পরের সময়টা অবশ্য ভালো যায়নি টাইগারদের। পরের টেস্ট সিরিজে ভারতের মাটিতে টেস্টে ২-০ এবং টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হেরে আসে নাজমুল হোসেন শান্তর দল। - ক্রিকেট ফ্রেঞ্জি

এর রেশ কাটতে না কাটতেই সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারে বাংলাদেশ। তারপর ওয়েস্ট ইন্ডিজেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম টেস্টে ক্যারিবীয়দের কাছে বাজেভাবেই হারে বাংলাদেশ। পরের টেস্টেই অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। 

দারুণ জয়ে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে টাইগাররা। পরের সিরিজে আবারও ছন্দপতন। ওয়ানডেতে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয় ৩-০ ব্যবধানে। এরপর টি-টোয়েন্টি সিরিজে আবারও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে তারা।

টাইগারদের সার্বিক পারফরম্যান্স নিয়ে দেশে ফিরে গণমাধ্যমকে সালাহউদ্দিন বলেন, যদি টি-টোয়েন্টি জিতেও থাকি, তবু আমাদের দুর্বলতা রয়েছে। আমাদের অনেক জায়গা আছে, যেগুলো তাড়াতাড়ি উন্নতি করতে হবে। আমার মনে হয় না খুব বেশি সময় নেওয়া উচিত। কারণ, অপেক্ষা করতে করতে অনেক দিন পেরিয়ে যায়।
আমরা এত বছর ক্রিকেট খেলার পর আমাদের একটা স্টেজে আসা উচিত, যেখানে আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলব। সেটার জন্য আমাদের যে জায়গাগুলো দেখা দরকার, সেগুলো তাড়াতাড়ি দেখবো।

দায়িত্ব পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজই প্রথম অ্যাসাইনমেন্ট ছিল সালাহউদ্দিনের। এই সিরিজে জাতীয় দলের ক্রিকেটারদের বেশ কিছু ত্রুটি খুঁজে পেয়েছেন এই কোচ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেগুলো কাটিয়ে ওঠতে চান তিনি।

সালাহউদ্দিন আরও বলেন, আমি জানি না আপনারা সবাই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ব্যস্ত আছেন কেন? আমার মনে হয় যে প্রতিটা সিরিজেই যেন ছেলেরা উন্নতি করতে পারে, সেটাই আমাদের জন্য বড় ব্যাপার হবে। যে সিরিজে আমাদের মনে হয় অনেক কিছুই ছিল না, তবে আমার মনে হয় ছেলেরা ভালোই খেলেছে।

আরও ভালো হয়তো হতে পারত। সেখান থেকে যতটুকু করেছে, একটা নতুন দল বা নতুন গোছানো দল হিসেবে তারা যথেষ্ট ভালো করেছে। আমাদের তো অনেক জায়গায় দুর্বলতা আছে। সেটা যদি সবার সামনে বলি, ঠিক হবে না। আমাদের যে দুর্বলতা আছে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়