নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সময় ধরে দেশের বাইরে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে গত নভেম্বরের শুরুতে দেশ ছেড়েছিলো টাইগার ক্রিকেটাররা। আফগান সিরিজ শেষ করে টাইগাররা পাড়ি জমিয়েছিল ওয়েস্ট ইন্ডিজে। সেখানে পূর্ণাঙ্গ সিরিজ খেলার পর অবশেষে দেশে ফিরেছে জাতীয় দলের ৪ ক্রিকেটার।
রোববার সকালে প্রথম ধাপে বাংলাদেশে ফেরেন নাহিদ রানা, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও জাকের আলী অনিক। তাদের সাথে ছিলেন সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণ জয়ে সিরিজ ড্র করে টাইগাররা। তবে তাসকিন-অনিকদের মুদ্রার উল্টো পিঠ দেখতে খুব বেশি সময় লাগেনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ।
তবে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। তিন ম্যাচের তিনটিতে জিতে ওয়ানডেতে ধবলধোলাই হওয়ার বদলা নিয়েছে লিটন কুমার দাসের দল।
ওয়েস্ট ইন্ডিজ সফরটা মনে রাখার মতো কাটিয়েছেন তাসকিন ও অনিক। তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে ভালো করেছেন তারা। এছাড়াও হাসান মাহমুদও সুযোগ পেয়ে বুঝিয়েছেন তার গুরুত্ব। টেস্ট ও ওয়ানডেতে ভালো করেছেন নাহিদ। গতি দিয়ে প্রতিপক্ষে ঘুম হারাম করে ছেড়েছেন তরুণ এ পেসার। তবে টি-টোয়েন্টির স্কোয়াডে থাকলেও এই ফরম্যাটে এখনো তার অভিষেক হয়নি।
আপনার মতামত লিখুন :