শিরোনাম
◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ◈ এবার শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ উপসচিব পুলে কোটা: প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান ◈ জাহাজ থেকে ১৯ নাবিক বিদেশে পলায়ন, গ্রেপ্তারি পরোয়ানা ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারালো অ্যাথলেটিকো মাদ্রিদ ◈ ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে হেরে গেলো বাংলাদেশ ◈ রাহাত ফতেহ আলী খান ৩ কোটি ৪০ লাখ টাকা  বিপিএল মিউজিক ফেস্টে গান গাইবেন ◈ চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় দিনে ভারতের মুখোমুখি বাংলাদেশ! ◈ একবার চার্জে ৬৩৫ কিলোমিটার পর্যন্ত চলবে, সৌদি আরবে প্রথম হাইড্রোজেনচালিত বাস চালু

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ

নিজস্ব প্রতিবেদক: রংপুর বিভাগ উঠে গেলো জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনালে। তারা প্রথম কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোকে ৪ রানে হারিয়েছে। টস জিতে আগে ব্যাট নেমে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেনি ঢাকা মেট্রোর ব্যাটাররা। ইনিংসের উদ্বোধন করতে নেমে মুকিদুল ইসলাম মুগ্ধ-রবিউল হকদের তোপের মুখে পড়ে ইমরানুজ্জামান-নাঈম শেখরা।

১২ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন নাঈম। আরেক ওপেনার ইমরানুজ্জামানও পারেননি টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে। ৪২ বলে ৪ বাউন্ডারিতে ৩০ রান করে ফেরেন ডানহাতি এ ব্যাটার।

শেষের দিকে ৮ বলে ১৬ রানের ক্যামিও খেলেন আবু হায়দার রনি। ২৪ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব।

রংপুরের হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন রবিউল। ২ উইকেট নিতে আলাউদ্দিন বাবু খরচ করেছেন ৪ ওভারে ২৫ রান।

রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি রংপুর। উত্তরের দলটির দুই ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ আল মামুন করতে পারেননি টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং। ২০ বলে ১৭ রান করে ফেরেন রিজওয়ান, মামুনের ব্যাট থেকে এসেছে ২১ বলে ১৭ রান। ১৫ বলে ১৬ রান করে ফিরেছেন নাঈম ইসলাম।

তবে রংপুরকে ম্যাচে রাখেন তানবীর হায়দার ও আরিফুল হক। দুজনেই করেছেন দায়িত্বশীল ব্যাটিং। ২০ বলে ২২ রান করে আরিফুল ফিরলেও রংপুরকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তানবীর। শেষ পর্যন্ত ২৬ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন ডানহাতি এ ব্যাটার। মেট্রোর হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন শহিদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়