স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘটনা। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ১৪তম ওভারে গুড়াকেশ মোতির বল মিড উইকেটের দিকে তুলে মারেন জাকের। সীমানায় ক্যাচ নিতে গিয়ে পড়ে যান ওবেদ ম্যাকয়। এসময় ক্যারিবিয়ান এ ক্রিকেটারের হাতে লাগে ব্যথা। যার কারণে বল তুলে ফেরত পাঠাতে পারছিলেন না। সেটা বুঝতে পেরে রান নেওয়ার সুযোগ থাকলেও দৌড় থামিয়ে দেন শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলী অনিক।
ইয়ান বিশপ মুগ্ধতা প্রকাশ করেছেন তাৎক্ষণিকভাবেই, ধারাভাষ্যকক্ষে বসে। ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত এই ধারাভাষ্যকার এটুকুতেই থামেননি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে আইসিসির কাছে জাকের-শামীমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেওয়ার সুপারিশ করেছেন তিনি।
পোস্টে তিনি লিখেছেন, ‘যদি আইসিসি ২০২৪ সালের স্পিরিট অব ক্রিকেট পুরস্কার দেয়, আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেওয়ার, যখন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় আঘাত পেয়েছে দেখে জাকের আলী ও শামীম হোসেন রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছে।’
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রতি বছর বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে থাকে। এর মধ্যে একটি ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’। ২০২৩ সালে ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার পেয়েছিল জিম্বাবুয়ে দল। তার আগে ২০১১ থেকে ২০২২ পর্যন্ত টানা ১২ বছর পুরস্কারটি জিতেছেন খেলোয়াড়েরা। বাংলাদেশের কেউ অবশ্য এখন পর্যন্ত ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার পাননি।
আপনার মতামত লিখুন :