শিরোনাম
◈ রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! (ভিডিও) ◈ এবার পাকিস্তান থেকে জাহাজে যা এসেছে ◈ হারিয়ে যাওয়া ৫৩ টি মোবাইল উদ্ধার করে  মালিকদেরকে বুঝিয়ে দিলো ডিএমপি ◈ নবম শ্রেণীর পাঠ্যবই ’মেয়ে’ গল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ও যে তথ্য দিলেন আসিফ মাহতাব (ভিডিও) ◈ আমি ১৬ ডিসেম্বর বিজয় দিবস মানি না: আসাদুজ্জামান ফুয়াদ (ভিডিও) ◈ যদি শেখ হাসিনা টিকে যেত এই সেমিনার কি হতো, প্রশ্ন আন্দালিব রহমান পার্থের (ভিডিও) ◈ নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেট দুনিয়ায় তোলপাড়, ভিডিও নিয়ে যা জানা গেল ◈ সাকিব-তামিম চাইলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবেন: বিসিবি সভাপতি ◈ নারী এশিয়া কাপের ফাইনালে রোববার ভারত ও বাংলাদেশ মুখোমুখি ◈ ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৭ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখে মারাত্মক আঘাত পেয়েছেন দোন্নারুম্মা

বুধবার মোনাকোর বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)) গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা গুরুতর আঘাত পেয়েছেন। মোনাকো ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর বুটের স্পাইকে লেগে দোন্নারুম্মার মুখের ডান পাশে গভীর ক্ষত তৈরি হয়েছে। এই ইতালীয় গোলরক্ষককে এখন লম্বা চিকিৎসার মধ্য দিয়ে যেতে হতে পারে।

এমন গুরুতর আহতের ঘটনাতেও লাল কার্ড পাননি সিঙ্গোর। পিএসজি অধিনায়ক মার্কিনহোস তাতে রেফারির ভুল দেখছেন, 'রেফারি হয়তো ভুল পজিশনে ছিলেন, কিন্তু ভিএআর-এর হস্তক্ষেপ করা উচিত ছিল। খেলোয়াড়দের রক্ষা করতে হবে। এমন পরিস্থিতিতে রেড কার্ড না দেখানো বড় ভুল।' সিঙ্গোর অসাবধানতামূলক কিন্তু বিপদজনক মুভে দোন্নারুম্মা মাঠ ছাড়তে বাধ্য হন। তার জায়গায় আসেন মাতভেই সাফোনভ।

মোনাকোর মাঠে খেলার ১৭ মিনিটে ঘটে এই ঘটনা। আক্রমণে যাওয়া সিঙ্গোর নেওয়া শট আটকে দেন দোন্নারুম্মা। কিন্তু গতির মধ্যে থাকা সিঙ্গোর নিজের ভারসাম্য রক্ষা করতে পারেননি, দোন্নারুম্মাকে টপকে যেতে গিয়ে তার মুখে বুট লাগিয়ে দেন। রক্তপাত বন্ধ করতে ১০টি স্টেবল দিয়ে কোনরকম জোড়া লাগানো হয় কাটা অংশ। ফ্যাসিয়াল চিকিৎসায় তার ক্ষত পুরোপুরি সারানোর চিকিৎসা করতে হবে এরপর।

এই ঘটনায় মিনিট পাঁচেক বন্ধ থাকে খেলা। রেফারির কাছে দুর্ঘটনাবশত মনে হওয়ায় কোন কার্ড দেখাননি, ফাউলও দেননি। পিএসজি খেলোয়াড়রা তাতে সন্তুষ্ট নন। দেখা সিঙ্গো। সূত্র : ডেইলিস্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়