শিরোনাম
◈ রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! (ভিডিও) ◈ এবার পাকিস্তান থেকে জাহাজে যা এসেছে ◈ হারিয়ে যাওয়া ৫৩ টি মোবাইল উদ্ধার করে  মালিকদেরকে বুঝিয়ে দিলো ডিএমপি ◈ নবম শ্রেণীর পাঠ্যবই ’মেয়ে’ গল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ও যে তথ্য দিলেন আসিফ মাহতাব (ভিডিও) ◈ আমি ১৬ ডিসেম্বর বিজয় দিবস মানি না: আসাদুজ্জামান ফুয়াদ (ভিডিও) ◈ যদি শেখ হাসিনা টিকে যেত এই সেমিনার কি হতো, প্রশ্ন আন্দালিব রহমান পার্থের (ভিডিও) ◈ নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেট দুনিয়ায় তোলপাড়, ভিডিও নিয়ে যা জানা গেল ◈ সাকিব-তামিম চাইলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবেন: বিসিবি সভাপতি ◈ নারী এশিয়া কাপের ফাইনালে রোববার ভারত ও বাংলাদেশ মুখোমুখি ◈ ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩২ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে মিরাজ

গত সপ্তাহে টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তালিকায় দুই নম্বরে ওঠেন মেহেদী হাসান মিরাজ। লাল বলের র‍্যাঙ্কিংয়ে এটি ক্যারিয়ারসেরা অবস্থানও তাঁর। আজ আইসিসির র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে আবারও সুখবর পেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তালিকায় চার নম্বর থেকে তিন নম্বরে উঠেছেন মিরাজ। ৫০ ওভারের সংস্করণেও এটি তাঁর ক্যারিয়ারসেরা অবস্থান।

গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হারলেও ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। তিন ম্যাচে ব্যাট হাতে ১১৬ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩ উইকেট। এই পারফরম্যান্স ছাপ পড়ে র‍্যাঙ্কিংয়ে। উঠেছিলেন ওয়ানডের অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৪ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ সফরেও সেই ছন্দে ধরে রেখে তিন ওয়ানডেতে ১ উইকেটের পাশাপাশি করেছেন ১৫২ রান। এই সুবাদে চার থেকে এবার উঠলেন ৩ নম্বরে।

নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজ হারলেও বল হাতে আলো ছড়িয়েছেন আকিল হোসেন। প্রথম ম্যাচে ১৬ রানে ২ উইকেট, দ্বিতীয় ম্যাচে ১৬ রানে নিয়েছেন ১ উইকেট। আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ টপকে এ বাঁহাতি স্পিনার উঠলেন শীর্ষে। তিনধাপ এগিয়ে ১৮ নম্বরে বাংলাদেশের তাসকিন আহমেদ। দুই ধাপ পিছিয়ে ১৯ নম্বরে মোস্তাফিজুর রহমান। ৬ ধাপ পিছিয়ে ব্যাটারদের তালিকায় ৩০ নম্বরে তাওহীদ হৃদয়।

হ্যারি ব্রুককে দুই নম্বরে নামিয়ে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন জো রুট। টেস্টে অলরাউন্ডারদের তালিকায় ২ নম্বর অবস্থান ধরে রেখেছেন মিরাজ। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষে আছেন বাবর আজমই। তিন ধাপ পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক আছেন তালিকায় ৩০ নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়