শিরোনাম
◈ অস্ট্রেলিয়া আমাদের নিয়ে ভয়ে থাকবে: অধিনায়ক ◈ র‌্যাবের ড্রোন দেখে ১৮ অপহৃতকে ছেড়ে দিল অপহরণকারীরা! (ভিডিও) ◈ সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না, এটা আমার অঙ্গীকার: সেনাপ্রধান (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন ১০ লাখেই রাখা উচিত, অর্ধেক মার্কিনীর অভিমত ◈ রেমিট্যান্স আয়ে সপ্তম বাংলাদেশ, শীর্ষে ভারত ◈ টাকা নেই, এটা কোন বিষয় না- বুদ্ধি থাকলে টাকা উপার্জন করা যায়: ড. ইউনূস ◈ সচিবালয়ের সামনে ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের অবস্থান, আবেদন দিলেন সচিবের কাছে ◈ পোশাক, হোটেল, রেস্তোরাঁসহ ৪৩ পণ্য-সেবায় ১৫ শতাংশ ভ্যাট হচ্ছে ◈ সংবিধান নিয়ে রাজনীতিবিদদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের টানাপোড়েন ◈ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে বাধ্য ফ্রাঞ্চাইজিরা : বিসিবি সভাপতি

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৫২ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ছিলেন ফুটবলার, এখন জর্জিয়ার প্রেসিডেন্ট

ছিলেন ফুটবলার, এখন জর্জিয়ার প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক: ফুটবলার মিখাইল কাভেলাশভিলি, খেলতেন ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটিতে। সাবেক এই তারকা ফুটবলারকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে জর্জিয়ার পার্লামেন্ট। ক্ষমতাসীন জোটের এই সদস্য ইউরোপীয় ইউনিয়নের বিরোধী এবং রাশিয়াপন্থী মনোভাবের জন্য পরিচিত বলে জানা গেছে।

দেশটির সংসদে কাভেলাশভিলির প্রেসিডেন্ট প্রার্থিতা ৩০০ জন আইনপ্রণেতার মধ্যে ২২৪ জন সমর্থন করেছেন। ৫৩ বছর বয়সী এই প্রার্থীই একমাত্র প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। - যমুনটিভি

রাজনীতিবিদ হওয়ার আগে কাভেলাশভিলি একজন ফুটবলার হিসাবে সফল ক্যারিয়ার পার করে এসেছেন। তিনি ম্যানচেস্টার সিটি, দিনামো তিবিলিসি, স্পার্তাক ভ্লাদিকাকজ এবং বাসেল এবং জুরিখের গ্রাসহোপার্সসহ বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন। ক্যারিয়ারে মোট ১৬৬ গোল করেছেন তিনি। জর্জিয়ার জাতীয় দলের হয়ে ৪৬টি ম্যাচ খেলে ৯টি গোল করেছেন এই স্ট্রাইকার।

জর্জিয়া একটি সংসদীয় প্রজাতন্ত্র। সেখানে নির্বাহী ক্ষমতা পরিচালনা করেন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্টের ভূমিকা মূলত আনুষ্ঠানিক। এদিকে কাভেলাশভিলি নির্বাচিত হওয়ার পর জর্জিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা নিয়ে বিক্ষোভকারীদের রাজধানীর কেন্দ্রস্থলে জড়ো সমাবেশ করতে দেখা যায়।

সদ্য সাবেক প্রেসিডেন্ট জোরাবিচভিলি এই সপ্তাহের শুরুতে রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালকে বলেছিলেন, সোমবার আনুষ্ঠানিকভাবে তার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতি প্রাসাদ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। তিনি বলেন, যখন নির্বাচনের মাধ্যমে বৈধভাবে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন আমি সানন্দে আমার আসনটি তার কাছে ছেড়ে দেব।

২০২২ সালের গ্রীষ্মে নবগঠিত পিপলস পার্টিতে যোগ দেওয়ার আগে কাভেলাশভিলি জর্জিয়ান ড্রিমের সদস্য ছিলেন। বর্তমানে পার্লামেন্টে আটটি আসন পাওয়া দলটি ক্ষমতাসীন জোটের শরীক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়