শিরোনাম
◈ বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:২৯ বিকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ লিগে রাতে মাঠে নামছে লিভারপুল ও আর্সেনাল, লা লিগায় রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: লিভারপুল ও আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে ভিন্ন ম্যাচে মাঠে নামছে। রাত ৯টায় ফুলহ্যামকে লিভারপুল আর এভারটনকে আতিথ্য দিবে আর্সেনাল। লা লিগায় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ভায়েকানো। সিরি আয় উদিনেসের বিপক্ষে নাপোলি ও ভেনেজিয়ার বিপক্ষে লড়বে জুভেন্টাস। বুন্দেসলিগায় ভিন্ন ম্যাচ বায়ার্ন মিউনিখ ও বেয়ার লেভারকুসেনের। 

সমালোচকদের ভুল প্রমাণ করে মৌসুমে লিভারপুল সমর্থকদের মন জয় করে নিয়েছেন আর্নে স্লট। য়্যুর্গেন ক্লপের যোগ্য উত্তরসূরি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন অলরেডদের। ৩৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে এখন তার দল।
ফুলহ্যামের বিপক্ষে রেকর্ডের হাতছানি স্লটের। আজ জিতলেই গড়বেন ইপিএলে প্রথম ১৫ ম্যাচে সর্বোচ্চ ৩৮ পয়েন্ট পাওয়ার কীর্তি। ছাড়িয়ে যাবেন জন গ্রুগোরি ও অ্যান্তিনিও কন্তেকে।

প্রায় তিন বছর ফুলহ্যামের বিপক্ষে না হারার আত্মবিশ্বাস নিয়ে অ্যানফিল্ডে নামবে লিভারপুল। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন দিয়াগো জোতা ও ফেদেরিকো কিয়েসা। তবে নিষেধাজ্ঞায় মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারের সার্ভিস মিস করবে স্বাগতিকরা।

এদিকে জয়ে ফেরার চ্যালেঞ্জ আর্সেনালের। হোম ভেন্যুর পাশাপাশি এভারটনের বিপক্ষে গানারদের স্বস্তি পরিসংখ্যান। এপ্রিলের পর এমিরটসকে দশ লিগ ম্যাচে হারেনি মিকেল আর্তেতার দল।

ইপিএলে শেষ ১৮ অ্যাওয়ে ম্যাচে মাত্র এক জয় পাওয়া এভারটনের বিপক্ষে ফিরতে পারেন ডিফেন্ডার গ্র্যাব্রিয়েল। তবে সাইড লাইনেই কাটাতে হবে রিকার্দো ক্যালাফিওরি ও জিনশেঙ্কোকে।

লা লিগায় বার্সেলোনাকে টপকে শীর্ষে ফেরার সুযোগ রিয়াল মাদ্রিদের। সেজন্য ভায়েকানোকে তাদেরই মাঠে হারাতে হবে লস ব্লাঙ্কোদের।

ইনফর্ম ভিনিসিয়ুস জুনিয়র-জুড বেলিংহ্যামদের ফর্মও স্বস্তি যোগালেও চ্যাম্পিয়নদের অস্বস্তির নাম কিলিয়ান এমবাপ্পের ইনজুরি। ঝুঁকি এড়াতে ফ্রেঞ্চ তারকাকে বিশ্রাম দিতে পারেন কার্লো আনচেলত্তি। তবে ফিট হয়ে ফিরতে প্রস্তুত ডিফেন্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। একাদশে দেখা যেতে পারে দানি সেবায়োস ও চোয়ামেনিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়