শিরোনাম
◈ আইজকে থিক্যা সব হিসাব কিতাব তুই দিবি, যদি না দ্যাস, তোরে কিন্তু একদম : চাপাতি হাতে সন্ত্রাসী ◈ আফ্রিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮ ◈ নারী ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি, থাকবে উইনিং বোনাস ◈ গ্রেফতারি পরোয়ানা ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ ◈ দুই দিন ধরে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী সহ-সমন্বয়ক খালেদ হাসান ◈ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: আছে দৈনিক ২০০ টাকা ভাতা, যেভাবে আবেদন করবেন ◈ একদিনেই সড়কে ঝরলো ১৮ প্রাণ ◈ আমাদের পাকঘরে উঁকি মারার চেষ্টা করবেন না: ভারতের উদ্দেশ্যে জামায়াতের আমীর ◈ মেছো বিড়াল হত্যার ঘটনায় সামাজিকমাধ্যমে তোলপাড়, গ্রেপ্তার ১

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০১:০৩ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে জেতালেন হইলুন্দ 

স্পোর্টস ডেস্ক: অবশেষে জয়ের খরা কাটালো ম্যানচেস্টার ইউনাইটেড। তারা এবার জয়ের আনন্দে মেতে উঠেছে। অনেক কষ্টে চেক ক্লাব ভিক্টোরিয়া পলজেনকে ২-১ ব্যবধানে হারিয়ে ইউরোপা লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা। ম্যাচের নায়ক ছিলেন দ্বিতীয়ার্ধে বদলি নামা রাসমুস হইলুন্দ, যিনি দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই ইউনাইটেড আধিপত্য দেখায়। বল দখলে ৬৯ শতাংশ সময় ধরে রেখে, রুবেন আমোরিমের শিষ্যরা প্রতিপক্ষের ওপর একের পর এক আক্রমণ চালায়। ম্যাচে ইউনাইটেড নেয় ১৭টি শট, যার ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে পলজেন মাত্র ২টি শট রাখতে পারে লক্ষ্য বরাবর।

প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলরক্ষক আন্দ্রে ওনানার বড়সড় ভুলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ৫১তম মিনিটে ওনানার ছোট পাস দখল করেন পলজেনের পাভেল সালক, যিনি মাতেজ ভিয়াদরাকে পাস দেন। চেক ফরোয়ার্ডের নির্ভুল ফিনিশে এগিয়ে যায় পলজেন।

৫৬তম মিনিটে মার্কাস রাশফোর্ডের বদলি হিসেবে মাঠে নামেন রাসমুস হইলুন্দ। মাঠে নামার পর মাত্র ৬ মিনিটের মধ্যেই সমতাসূচক গোলটি করেন এই ড্যানিশ তারকা। ডান প্রান্ত ধরে আমাদ দিয়ালো শট নেন, যা পলজেন গোলরক্ষক ঠেকালেও পরিষ্কার করতে ব্যর্থ হন। বল পেয়ে যান হইলুন্দ, যিনি সহজেই জালে জড়ান।

৮৮তম মিনিটে আসে ম্যাচের জয়সূচক গোল। ব্রুনো ফার্নান্দেজের নিখুঁত নিচু ফ্রি-কিক থেকে বক্সে বল পেয়ে যান হইলুন্দ। সেখান থেকে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

এই জয়ে ইউনাইটেড ৬ ম্যাচে ৩ জয় ও ৩ ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়