শিরোনাম
◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০১:০৩ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে জেতালেন হইলুন্দ 

স্পোর্টস ডেস্ক: অবশেষে জয়ের খরা কাটালো ম্যানচেস্টার ইউনাইটেড। তারা এবার জয়ের আনন্দে মেতে উঠেছে। অনেক কষ্টে চেক ক্লাব ভিক্টোরিয়া পলজেনকে ২-১ ব্যবধানে হারিয়ে ইউরোপা লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা। ম্যাচের নায়ক ছিলেন দ্বিতীয়ার্ধে বদলি নামা রাসমুস হইলুন্দ, যিনি দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই ইউনাইটেড আধিপত্য দেখায়। বল দখলে ৬৯ শতাংশ সময় ধরে রেখে, রুবেন আমোরিমের শিষ্যরা প্রতিপক্ষের ওপর একের পর এক আক্রমণ চালায়। ম্যাচে ইউনাইটেড নেয় ১৭টি শট, যার ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে পলজেন মাত্র ২টি শট রাখতে পারে লক্ষ্য বরাবর।

প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলরক্ষক আন্দ্রে ওনানার বড়সড় ভুলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ৫১তম মিনিটে ওনানার ছোট পাস দখল করেন পলজেনের পাভেল সালক, যিনি মাতেজ ভিয়াদরাকে পাস দেন। চেক ফরোয়ার্ডের নির্ভুল ফিনিশে এগিয়ে যায় পলজেন।

৫৬তম মিনিটে মার্কাস রাশফোর্ডের বদলি হিসেবে মাঠে নামেন রাসমুস হইলুন্দ। মাঠে নামার পর মাত্র ৬ মিনিটের মধ্যেই সমতাসূচক গোলটি করেন এই ড্যানিশ তারকা। ডান প্রান্ত ধরে আমাদ দিয়ালো শট নেন, যা পলজেন গোলরক্ষক ঠেকালেও পরিষ্কার করতে ব্যর্থ হন। বল পেয়ে যান হইলুন্দ, যিনি সহজেই জালে জড়ান।

৮৮তম মিনিটে আসে ম্যাচের জয়সূচক গোল। ব্রুনো ফার্নান্দেজের নিখুঁত নিচু ফ্রি-কিক থেকে বক্সে বল পেয়ে যান হইলুন্দ। সেখান থেকে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

এই জয়ে ইউনাইটেড ৬ ম্যাচে ৩ জয় ও ৩ ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়