শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৪, ০৭:১৪ বিকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফেডারেশন কাপে আবাহনীর জয়, মোহামেডান হারলো রহমতগঞ্জের কাছে

নিজস্ব প্রতিবেদক: ক’দিন আগে বসুন্ধরা কিংসকে হারিয়ে ফেডারেশন কাপে জয়ের শুভ সূচনা করেছিলো ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। একই পথে হাটলো ঢাকা আবাহনীও। তারা চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে ফেডকাপে শুভ সূচনা করে। একই দিনে মোহামেডান নিজেদের দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জের কাছে ১-০ ব্যবধানে হেরে  গেছে। 

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু থেকেই চট্টগ্রাম আবাহনীর ওপর আধিপত্য বিস্তার করে ঢাকা আবাহনী। তার ফলও পায় ম্যাচের ১৭ মিনিটে। তবে আবাহনীর প্রথম গোল নিয়ে বেশ নাটক হয়। ইমনের হেড দূরের পোস্টে লেগে গোললাইন অতিক্রম করে। কিন্তু সে সময়ই বলটা ক্লিয়ার করেন চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডার।

আবাহনী গোলের দাবি করলে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। পরে প্রায় ৮ মিনিট পর রেফারি গোলের বাঁশি বাজান। বিরতিতে যাওয়ার আগে আরেকবার ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় আবাহনী। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ইব্রাহিমের নিচু শটকে জালে জড়াতে দেননি চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক।

সে যাত্রায় পারলেও শেষ দিকে দলকে বাঁচাতে পারেননি চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক। ৭৬ মিনিটে আবহনীকে দ্বিতীয় গোল এনে দেন ইব্রাহিম। আর অন্য গোলটি করেন ইয়াসিন।

অন্যদিকে ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান। পুরো ম্যাচে দাপট দেখালেও শেষ দিকে রহমতগঞ্জের কাছে গোল হজম করে তারা। ৮২ মিনিটে রহমতগঞ্জের জয়সূচক গোলটি করেন রাজন হাওলাদার। গোল শোধ দেওয়ার বিপরীতে উল্টো শেষ দিকে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়