স্পোর্টস ডেস্ক: ২০২৭ সালের এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে ভারতের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। সোমবার (৯ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে ড্রয়ের পর এই তথ্য জানা গেছে। এই ড্রয়ে বাংলাদেশ জায়গা পায় সি’ গ্রুপে। সেখানে শক্তিশালী প্রতিবেশি প্রতিপক্ষ ভারত ছাড়াও আছে হংকং ও সিঙ্গাপুর। - ডেইলি স্টার
আগামী মার্চ মাসে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে এশিয়ান কাপের বাছাই ম্যাচগুলো হবে। ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বেই ভারতকে গ্রুপ সঙ্গী পেয়েছিল বাংলাদেশ। কলকাতায় অ্যাওয়ে ম্যাচে ভারতকে ১-১ গোলে রুখে দিলেও হোম ম্যাচ হারে ২-০ গোলে। করনো মহামারির কারণে নিজেদের মাঠে না খেলে বাংলাদেশ খেলেছিল কাতারের দোহায়।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৫৮ ধাপ উপরে আছে ভারত। তাদের অবস্থান ১২৭ আর বাংলাদেশ আছে ১৮৫ নম্বরে।
আপনার মতামত লিখুন :