শিরোনাম
◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৩ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিরোনাকে হারিয়ে আরো একাধাপ বার্সার কাছে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদ দারুণ পারফরম্যান্স উপহার দিলো। এদিন জ্বলে উঠলেন জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপ্পেরা। জিরোনাকে উড়িয়ে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল কার্লো আনচেলত্তির দল। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে বেলিংহ্যাম দলকে এগিয়ে নেওয়ার পর তার পাস থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান আর্দা গিলের। তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন বেলিংহ্যাম। শেষ বাঁশি বাজার পর অবশ্য মাঠে নামেন তিনি। ধারণা করা হচ্ছে, গুরুতর নয় তার চোট।

আগের ১১ ম্যাচের পাঁচটিতেই হার, রিয়াল ও কোচ আনচেলত্তির সমালোচনা হচ্ছিল অনেক। এই জয় তাদের জন্য তাই বড় স্বস্তির। লিগে গত রাউন্ডে আথলেতিক বিলবাওয়ের মাঠে ২-১ গোলে হেরেছিল শিরোপাধারীরা।

প্রথম আধা ঘন্টায় একটু পরপরই রিয়ালের রক্ষণে ভীতি ছড়ায় জিরোনা। ত্রয়োদশ মিনিটে ব্রায়ান হিলের শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ২৮তম মিনিটে ডনি ফন ডি বিকের শট ক্রসবারের একটু ওপর দিয়ে উড়ে যায়।

এই সময়ে রেয়াল সুযোগই তৈরি করতে পারেনি সেভাবে। ৩৪তম মিনিটে লক্ষ্যে প্রথম শট রাখতে পারে তারা। বক্সের বাইরে থেকে ব্রাহিম দিয়াসের শট ঝাঁপিয়ে ঠেকান জিরোনার গোলরক্ষক। পরের মিনিটে এমবাপের প্রচেষ্টাও রুখে দেন তিনি।

৩৬তম মিনিটে এগিয়ে যায় রেয়াল। বক্সে বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। ছুটে গিয়ে জোরাল শটে জালে পাঠান বেলিংহ্যাম। লা লিগায় টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পেলেন এই ইংলিশ মিডফিল্ডার।

১৬ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, দিনের প্রথম ম্যাচে রিয়াল বেতিসের সঙ্গে ২-২ ড্র করে বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে আতলেতিকো মাদ্রিদ। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে জিরোনা আছে আট নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়