শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০২:১৮ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পৃথক ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা ক্রিকেটের লড়াইয়ে মাঠে নামছে

স্পোর্টস ডেস্ক: শিরোনাম দেখলে মনে হতে পারে ফুটবলে বিশ্বের দুই পরাশক্তি ভিন্ন ম্যাচে মাঠে নামছে। কিন্তু আলাদা ম্যাচ হলেও আর্জেন্টিনা ও ব্রাজিল এবার ক্রিকেটের লড়াই মাঠে নামছে।  ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্ব মাঠে গড়াতে যাচ্ছে। শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। যেখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলসহ মোট ৯টি দল অংশগ্রহণ করবে। 

এই বাছাইপর্বে শীর্ষ তিনটি দল পরবর্তী রাউন্ডে উন্নীত হবে। প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ হবে বারমুডা। একই দিনে ব্রাজিলও নিজেদের প্রথম ম্যাচে বাহামাসের বিরুদ্ধে মাঠে নামবে।

বিশেষ করে, ১৬ ডিসেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, যেখানে আর্জেন্টিনার মাঠে, বুয়েন্স আয়ার্সের সেন্ট জর্জ কলেজ গ্রাউন্ডে রাত সাড়ে ১১টায় খেলা হবে।  এটি প্রথমবার নয় যে, দক্ষিণ আমেরিকার এই দুই দেশ ক্রিকেটে মুখোমুখি হচ্ছে।

২০১৯ সালে সাউথ আমেরিকান ম্যানস চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ২৯ রানে হারিয়েছিল আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ বাছাই পর্বে ফের এই দুই দলের দ্বৈরথ ক্রিকেটপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করবে।

উল্লেখ্য, ব্রাজিল ও আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেললেও, এই খেলাটি সেখানে তেমন জনপ্রিয়তা লাভ করেনি। তবে ২০১৮ সালে আইসিসি তাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদা দেয়, যার ফলে এই দুই দেশও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মঞ্চে নিজেদের জায়গা পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়