শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০১:২৬ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাটলেটিকোর কষ্টের জয়, নিজের মাঠেই হেরে গেলো নাপোলি 

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ কোপা দেল রেতে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় বিভাগের দল সিপি ক্যাসেরেনোর বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ মুহুর্তে আলভারেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। কোপা ইতালিয়ায় একই ব্যবধানে লাৎজিও এর কাছে ঘরের মাঠে নাপোলি হেরছে। টিজানি নসলিনের হ্যাটট্রিকে পরাজয়ের মুখ দেখে দলটি।

কোপা দেল রেতে দ্বিতীয় বিভাগের দল সিপি ক্যাসেরেনোর মাঠে শেষ মুহুর্তের ঝড়ে জয় নিশ্চিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলার ৩০ মিনিটে আলভারো মেরেনসিও’র গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৮২ মিনিট পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদকে আটকে রেখে জয়ের সুবাতাস পাচ্ছিল ক্যাসেরেনো। ৮৩ মিনিটে ক্লিমেন্ট লেঙ্গলেটের গোলের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। আর ইনজুরি টাইমে ষষ্ঠ মিনিটের মাথায় আলভারেজের গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় অ্যাটলেটিকো মাদ্রিদের। - যমুনা নিউজ

এদিকে কোপা ইতালিয়ায় ঘরের মাঠে শুরু থেকেই নাপোলিকে চাপে রাখে লাৎজিও। সিরি আ লিগে সফরকারিরা লিগ টপার হলেও এদিন ম্যাচে ছিল তার ভিন্ন রূপ। খেলার ২০ মিনিটের মাথায় পেনাল্টি পেয়েও তা থেকে গোল আদায়ে ব্যর্থ হয় স্বাগতিকরা। এরপরই আক্রমণের ধার বাড়ায় লাৎজিও। ৩২ মিনিটে বক্সের ভেতর স্যমুয়েল গিগোটের কাছ থেকে বল পেয়ে দারুণ হেডে স্কোরলাইন ১-০ করেন টিজানি নসলিন। ৪ মিনিট পর গিওভানির গোলে সমতায় ফেরে নাপোলি।

তবে বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি সফরকারিরা। ৪১ মিনিটে পেদ্রোর অ্যাসিস্টে আবারও গোল করে লাৎজিওকে ২-১ গোলে এগিয়ে নেন নসলিন। আর বিরতির পর খেলার ৫০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই ডাচ স্ট্রাইকার। বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাৎজিও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়