শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট ◈ টাকা আদায়ে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি, যা বললেন বিসিবিপ্রধান

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:২২ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের তালিকায় বেশি বয়সী মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক: পেলে-ম্যারাডোনার মধ্যে কে সেরা তা নিয়েই এক সময় দু’ভাগে বিভক্ত হয়ে পড়তো ফুটবল বিশ্ব। এখন সেই জায়গাটা পরিবর্তন করেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এখন এ দু’জনের মধ্যে কে সেরা এ নিয়েই বিদাদে জড়াতে দেখা যায় ফুটবল ভক্তদের। তবে এ দু’জন রয়েছেন তাদের ক্যারিয়ারের শেষপ্রান্তে। কিন্তু তাদের পায়ের জাদুতে এখনো মোহিত পুরো ফুটবল বিশ্ব। 

তাদের জায়গা দখলে এখন বেশ কিছু তরুণ খেলোয়াড় রয়েছেন। তাদের মধ্যে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম ও আর্লিং হালান্ড অন্যতম। তাই তো বর্তমান সময়ে ট্রান্সফার মার্কেটে তাদের মূল্য অনেক বেশি। তবে অভিজ্ঞতার মূল্যকে কখনোই খাটো করে দেখা যায় না, বিশেষ করে গত মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে। - চ্যানেল২৪ 

অভিজ্ঞতার মূল্য বুঝাতে গিয়ে সাবেক লিভারপুল ডিফেন্ডার অ্যালান হ্যানসেন বলেন, শুধু তরুণদের দিয়ে আপনি কিছু জিততে পারবেন না। যদিও তরুণ তারকারা দলের গতি ও শক্তি যোগায়, অভিজ্ঞ খেলোয়াড়রাই তাদের নেতৃত্ব দিয়ে বড় আসরে সাফল্য এনে দিতে পারেন। মেসি, লেভানডোভস্কি, এমনকি রোনালদোর মতো খেলোয়াড়রা আজও নিজেদের প্রমাণ করে যাচ্ছেন।  

তাই তো খেলোয়াড়দের মূল্য নির্ধারণ বিষয়ক ওয়েবসাই ট্রান্সফার মার্কেট ৩৪ বা তার চেয়ে বেশি বয়সী ফুটবলারদের মার্কেট ভ্যালু নির্ধারণে একটি তালিকা প্রণয়ন করেছে। যেখানে দেখা যায় আগামী বছরের জুনে ৩৮ বছরে পা দিতে যাওয়া ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি রয়েছেন শীর্ষে। তার মার্কেট ভ্যালু ধরা হয়েছে ২৫ মিলিয়ন। 

তারপরেই অবস্থান বার্সেলোনার পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেভানদোভস্কি। তার মার্কেট ভ্যালু ১৫ মিলিয়ন। তালিকার তিনে রয়েছেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী আল নাসরের পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তার মার্কেট ভ্যালু ১৫ মিলিয়ন।

তালিকার শীর্ষ দশের অন্যরা হলেন- কাইল ওয়াকার (ইংল্যান্ড/ম্যানসিটি), ইলকায় গুন্দোয়ান (জার্মানি/ম্যানসিটি), কিরান ট্রিপিয়ার (ইংল্যান্ড/নিউক্যাসেল), করিম বেনজেমা (ফ্রান্স/আল ইত্তেহাদ), বেঞ্জামিন আন্দ্রে (ফ্রান্স/লিলে), থমাস মুলার (জার্মানি/বায়ার্ন মিউনিখ) ও হেনরিক মখিতারিয়ান (আর্মেনিয়া/ইন্টার মিলান)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়