শিরোনাম
◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৪০ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

৩২ দলের ক্লাব বিশ্বকাপ ফুটবল জুনে শুরু

স্পোর্টস ডেস্ক: ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ ফুটবল। প্রথমবারের মতো যেখানে অংশ নেবে ৫ মহাদেশের ৩২ ক্লাব। ১১ শহরের ১২ ভেন্যুতে হবে ম্যাচ গুলো। ১২ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। পরিবর্তন এসেছে ফিফা ক্লাব বিশ্বকাপের যাবতীয় সবকিছুতেই। নির্ধারিত দলের সংখ্যার পাশাপাশি সূচি, ট্রফি ও আয়োজনের ক্ষেত্রে আগের আসরগুলোর তুলনায় এর ব্যপ্তি বেড়েছে বহুগুণ। 

আসন্ন আসরকে কেন্দ্র করে ৩২ দল চূড়ান্ত আগেই। এবার এই আসর সামনে রেখে ড্রয়ের দিন জানাল ফিফা। সঙ্গে দলগুলোর জন্য পট নির্ধারণ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। চারটি পট নির্ধারণ করে দিয়েছে ফিফা। চ্যানেল২৪ 

চার দলের সমন্বয়ে ৮ গ্রুপে লড়বে ক্লাবগুলো। একই পটে আছে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের মতো দল। ভিন্ন ভিন্ন পটে আছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি ও নেইমারের আল হিলাল। চেলসি-ইন্টার মিলান ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাব আছে একই পটে।

দলগুলোর পট : 
পট-১: ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ফ্লেমেঙ্গো, পালমেইরাস, রিভার প্লেট ও ফ্লুমিনেন্স।

পট-২: চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, এফসি পোর্তো, বেনফিকা, জুভেন্টাস ও সলজবুর্গ।
পট-৩: আল হিলাল, উলসান এইচডি, আল আহলি, ওয়াইডাদ ক্যাসাব্লাঙ্কা, মন্টেরে, লিওন, বোকা জুনিয়র্স ও বোটাফোগো।
পট-৪: উরাওয়া রেড ডায়মন্ডস, আল আইন, হোপ অব তুনিস, মামেলোদি সানডাউনস, পাচুকা, সিয়াটেল সাউন্ডার্স, অকল্যান্ড সিটি ও ইন্টার মিয়ামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়