শিরোনাম
◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৫ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মায়োর্কাকে হারিয়ে লা লিগায় জয়ের ধারায় ফিরলো  বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: টানা ম্যাচ পয়েন্ট হারানোর পর জয়ের ধারায় ফিরলো বার্সেলোনা। দুর্দান্ত পারফরম করেছে বার্সা সেনারা। তারা প্রতিপক্ষকে রীতিমত উড়িয়ে দিয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে লা লিগার ম্যাচে মায়োর্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। এই জয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করল হ্যান্সি ফ্লিকের দল।

প্রথমার্ধে ১-১ সমতায় ম্যাচ শেষ হয়। ম্যাচের ১২তম মিনিটে দলের হয়ে গোলের খাতা খোলেন ফেরান তোরেস। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে মাফেয়োর পাস থেকে মায়োর্কাকে সমতায় ফেরান মুরিকি।
তবে বিরতি থেকে ফিরে নতুন বার্সাকে আবিষ্কার করে মায়োর্কা। একে একে চার গোল করে মায়োর্কাকে ম্যাচ থেকে ছিটকে দেয় তারা। যার প্রথমটি শুরু করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ম্যাচের ৫৬তম মিনিটে তিনি পেনাল্টি থেকে গোল আদায় করেন। ৭৪ মিনিটে ইয়ামালের পাস থেকে ম্যাচে দ্বিতীয় গোলের দেখা পান এই ব্রাজিলিয়ান।

এরপর ৭৯তম মিনিটে বদলি নেমে গোল করে দলের লিড বাড়িয়ে দেন ফ্রেঙ্কি ডি ইয়ং। আর ডি ইয়ংয়ের পাস থেকে ৮৪তম মিনিটে বার্সার পঞ্চম গোলটি করেন পাউ ভিক্টর। ১৬ ম্যাচে ১২ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। তাদের থেকে ২ ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে অ্যাথলেটিকো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়