শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট ◈ টাকা আদায়ে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি, যা বললেন বিসিবিপ্রধান

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০৮:৪৩ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে হারিয়ে মোহামেডানের প্রিমিয়ার লিগ শুরু

নিজস্ব প্রতিবেদক: আগের ওয়ান্ডারার্স নেই। এই দলটির বিরুদ্ধে লড়াইয়ে যাবার আগে মোহামেডান আর আবাহনীকে অনেক ভাবতে হতো। সময়ের সাথে ওয়ান্ডারার্স নিজেকে হারিয়ে পেলে। ১৯ বছর পর দলটির প্রিমিয়ার লিগে ফেরা। নিজেদের প্রথম ম্যাচে একদমই মেলে ধরতে পারেনি। তাদের ৬-০ গোলে উড়িয়ে আসর শুরু করলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

সাদা-কালোদের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের ২৪ মিনিটের ভেতরই তিন গোলে এগিয়ে যায় মোহামেডান। পঞ্চম মিনিটে ডেডলক ভাঙেন সানডে এমানুয়েল। ১৯ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন মিনহাজুর আবেদীন রাকিব। পাঁচ মিনিট পর তৃতীয় গোলটি আসে দিয়াবাতের হেড থেকে।

বিরতির পর গোল পেতে অবশ্য সময় লাগে মোহামেডানের। অপেক্ষা করতে হয় ৮০ মিনিট পর্যন্ত। বক্সের ভেতর দিয়াবাতের পাস থেকে গোলটি করেন আর্নেস্ট বোয়েটাং। ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান দিয়াবাতে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ওয়ান্ডারার্সের কফিনে শেষ পেরেকটি মারেন সৌরভ দেওয়ান।

দিনের অন্য ম্যাচটিতে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে হারিয়েছে পুলিশ এফসিকে। ২৩ মিনিটে ব্রাদার্সের হয়ে প্রথম গোলটি করেন ম্যাডি সিসে। তবে ৪৪ মিনিটে পুলিশকে সমতায় ফেরান মানিক হোসেন মোল্লা। বিরতির পর ৬২ মিনিটে জাকারিয়া দারবোর কাছ থেকে জয়সূচক গোল পায় ব্রাদার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়