শিরোনাম
◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০৮:৪৩ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে হারিয়ে মোহামেডানের প্রিমিয়ার লিগ শুরু

নিজস্ব প্রতিবেদক: আগের ওয়ান্ডারার্স নেই। এই দলটির বিরুদ্ধে লড়াইয়ে যাবার আগে মোহামেডান আর আবাহনীকে অনেক ভাবতে হতো। সময়ের সাথে ওয়ান্ডারার্স নিজেকে হারিয়ে পেলে। ১৯ বছর পর দলটির প্রিমিয়ার লিগে ফেরা। নিজেদের প্রথম ম্যাচে একদমই মেলে ধরতে পারেনি। তাদের ৬-০ গোলে উড়িয়ে আসর শুরু করলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

সাদা-কালোদের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের ২৪ মিনিটের ভেতরই তিন গোলে এগিয়ে যায় মোহামেডান। পঞ্চম মিনিটে ডেডলক ভাঙেন সানডে এমানুয়েল। ১৯ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন মিনহাজুর আবেদীন রাকিব। পাঁচ মিনিট পর তৃতীয় গোলটি আসে দিয়াবাতের হেড থেকে।

বিরতির পর গোল পেতে অবশ্য সময় লাগে মোহামেডানের। অপেক্ষা করতে হয় ৮০ মিনিট পর্যন্ত। বক্সের ভেতর দিয়াবাতের পাস থেকে গোলটি করেন আর্নেস্ট বোয়েটাং। ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান দিয়াবাতে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ওয়ান্ডারার্সের কফিনে শেষ পেরেকটি মারেন সৌরভ দেওয়ান।

দিনের অন্য ম্যাচটিতে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে হারিয়েছে পুলিশ এফসিকে। ২৩ মিনিটে ব্রাদার্সের হয়ে প্রথম গোলটি করেন ম্যাডি সিসে। তবে ৪৪ মিনিটে পুলিশকে সমতায় ফেরান মানিক হোসেন মোল্লা। বিরতির পর ৬২ মিনিটে জাকারিয়া দারবোর কাছ থেকে জয়সূচক গোল পায় ব্রাদার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়