শিরোনাম
◈ ‘মারবা? পারবা না’, গাড়ি দুর্ঘটনার পর সারজিস ও হাসনাত আব্দুল্লাহর হুঙ্কার ◈ হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক ◈ হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা ◈ হাসনাত-সার্জিসের বহরের গাড়ি দুর্ঘটনায়, পরিকল্পিতভাবে ট্রাক চাপার অভিযোগ (ভিডিও) ◈ মৃত্যুর আর ভয় নেই, ফের লড়াই করতে বাধ্য করবেন না: আবদুল হান্নান মাসউদ ◈ জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ ‘সাবোটাজ’ করছে কিনা প্রশ্ন রেখেছেন তারেক রহমান  ◈ সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা  : প্রেস সচিব (ভিডিও) ◈ পাঁচ সংস্কার কমিটির প্রধান ও সদস্যরা যেসব সুবিধা পাবেন  ◈ এ ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনধিকার চর্চা: উপদেষ্টা নাহিদ ◈ কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নিন আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ১০:৩৯ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল ফেডারেশনের লিগ কমিটিতে সমন্বয়ক, ব্লগার ও ইউনেস্কো প্রতিনিধি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সম্প্রতি নানা পেশার মানুষদের সমন্বয়ে পেশাদার লিগ কমিটি গঠন করেছে। বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসানকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কো-চেয়ারম্যান হিসেবে আছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী। তবে এই কমিটিতে রয়েছে বেশ কিছু চমক। কমিটিতে ছাত্র সমন্বয়ক থেকে শুরু করে রয়েছেন ক্রীড়ালেখক, ব্লগার, ইউনেস্কোর প্রতিনিধিও।  

ইমরুল হাসান আগে থেকেই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। ফুটবল সংশ্লিষ্টদের মধ্যে আরও আছেন বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, ফর্টিস ফুটবল ক্লাবের সভাপতি ও ফর্টিস গ্রুপের পরিচালক শাহীন হাসান এবং চুয়াডাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, ৩০ নভেম্বর বাফুফের উপনির্বাচনে নির্বাহী সদস্য প্রার্থী এখলাস উদ্দিন।  

ফুটবল সংগঠকের বাইরে রয়েছেন চার জন। তারা হলেন- জেষ্ঠ্য ক্রীড়ালেখক ও ক্রীড়া বিশ্লেষক ইকরামউজ্জমান চৌধুরী, ফুটবল বিশ্লেষক ও ব্লগার মোহাম্মদ সেলিম (যিনি সামাজিক যোগাযোগমাধ্যমের ফুটবল গ্রুপগুলোয় সেলিম সাদ হিসেবে পরিচিত), ইউনেস্কোর হেড অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিক এনগেজমেন্ট নুসরাত আমিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মুনিম মুবাশশির। তথ্যসূত্র, বাংলানিউজ

ইউনেস্কোর কর্মকর্তা নুসরাত আমিন আগে সংবাদকর্মী ছিলেন বলে জানা যায়। ক্রীড়া সাংবাদিকতায়ও তার পদচারণা ছিল। ফুটবলের স্বচ্ছতা এবং উন্নয়নের জন্যই তাকে কমিটিতে আনা হয়েছে বলে বাফুফে সূত্র জানিয়েছে। 

এছাড়া মুনিম মুবাশশির দুদক সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি হিসেবেও আছেন। ফলে কমিটিতে স্বচ্ছতা রক্ষায় তিনি সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। আর সামাজিক যোগাযোগমাধ্যমে বাফুফে এবং কমিটি নিয়ে ভুল তথ্য প্রচার রোধে ও স্বচ্ছতা নিশ্চিতে সেলিম সাদকে কমিটিতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়