স্পোর্টস ডেস্ক: কী আছে ভারতীয় দলে? আর কী নেই অস্ট্রেলিয়ান দলে। দুই দলেই তারকা ক্রিকেটার নিয়ে বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে লড়াইয়ে নেমেছে। কিন্তু শেষের খবর ভারতের বিরুদ্ধে পেরে উঠলো না স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রতি বছরই এই সিরিজ জিতে যাওয়ার রেজর্ড রয়েছে ভারতের। এবার পার্থ টেস্টে প্রথম ইনিংসে ভারত মাত্র ১৫০ রানে অলআউট হতেই চারদিকে নেতিবাচক আলোচনা। অথচ এই ম্যাচই দাপট দেখিয়ে জাসপ্রীত বুমরাহর দল জিতে নিলো ২৯৫ রানের বিশাল ব্যবধানে। বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে ভারত এগিয়ে গেলো ১-০ ব্যবধানে।
প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের জবাবে অস্ট্রেলিয়া থামে মাত্র ১০৪ রানে। এরপর ব্যাট হাতে ঝলক দেখায় ভারতীয় ব্যাটাররা। ওপেনার যশস্বী জয়সওয়ালের ১৬১ ও বিরাট কোহলির অপরাজিত ১০০ রানে চড়ে ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে।
অস্ট্রেলিয়ার জন্য লক্ষ্যটা ঠিক হয় ৫৩৪ রানের। কিন্তু ভারতীয় বোলারদের তোপে নূন্যতম লড়াইটুকুও করতে পারেনি অজিরা। ১৪ রানে ৪ ও ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ট্রেভিস হেডের ৮৯ ও মিচেল মার্শের ৪৭ রানে ভর করে কোনোরকম ২৩৮ রান পর্যন্ত যেতে পারে স্বাগতিকরা। কিন্তু সঙ্গী হয়েছে ২৯৫ রানের বিশাল ব্যবধানের হার।
প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ভারপ্রাপ্ত অধিনায়ক বুমরাহ দ্বিতীয় ইনিংসেও নেন ৩ উইকেট। ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজও। ওয়াসিঙ্গটন সুন্দরের পকেটে গেলো ২ উইকেট। ম্যাচ সেরা হয়েছেন বুমরাহ।