শিরোনাম
◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪, ০৯:০২ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ভারত  

স্পোর্টস ডেস্ক: কী আছে ভারতীয় দলে? আর কী নেই অস্ট্রেলিয়ান দলে। দুই দলেই তারকা ক্রিকেটার নিয়ে বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে লড়াইয়ে নেমেছে। কিন্তু শেষের খবর ভারতের বিরুদ্ধে পেরে উঠলো না স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রতি বছরই এই সিরিজ জিতে যাওয়ার রেজর্ড রয়েছে ভারতের। এবার পার্থ টেস্টে প্রথম ইনিংসে ভারত মাত্র ১৫০ রানে অলআউট হতেই চারদিকে নেতিবাচক আলোচনা। অথচ এই ম্যাচই দাপট দেখিয়ে জাসপ্রীত বুমরাহর দল জিতে নিলো ২৯৫ রানের বিশাল ব্যবধানে। বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে ভারত এগিয়ে গেলো ১-০ ব্যবধানে।

প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের জবাবে অস্ট্রেলিয়া থামে মাত্র ১০৪ রানে। এরপর ব্যাট হাতে ঝলক দেখায় ভারতীয় ব্যাটাররা। ওপেনার যশস্বী জয়সওয়ালের ১৬১ ও বিরাট কোহলির অপরাজিত ১০০ রানে চড়ে ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে।

অস্ট্রেলিয়ার জন্য লক্ষ্যটা ঠিক হয় ৫৩৪ রানের। কিন্তু ভারতীয় বোলারদের তোপে নূন্যতম লড়াইটুকুও করতে পারেনি অজিরা। ১৪ রানে ৪ ও ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ট্রেভিস হেডের ৮৯ ও মিচেল মার্শের ৪৭ রানে ভর করে কোনোরকম ২৩৮ রান পর্যন্ত যেতে পারে স্বাগতিকরা। কিন্তু সঙ্গী হয়েছে ২৯৫ রানের বিশাল ব্যবধানের হার। 
প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ভারপ্রাপ্ত অধিনায়ক বুমরাহ দ্বিতীয় ইনিংসেও নেন ৩ উইকেট। ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজও। ওয়াসিঙ্গটন সুন্দরের পকেটে গেলো ২ উইকেট। ম্যাচ সেরা হয়েছেন বুমরাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়