শিরোনাম
◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্থ টেস্ট, ভারতের দেওয়া ৫৩৪ রান দেখে কাঁপছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: জায়সওয়াল ও বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত। জবাবে খেলতে নেমে রীতিমতো কাঁপছে অস্ট্রেলিয়া। তারা ৪.২ ওভারে ১২ রান তুলতেই হারিয়েছে ফেলেছে ৩ উইকেট। পার্থ টেস্টের বাকি আরও দুইদিন। 

৭টি উইকেট তুলে নিতে পারলেই জয় তুলে নেবে ভারত। অস্ট্রেলিয়া এখনও পিছিয়ে আছে ৫২২ রানে। উসমান খাওয়াজা ৩ রান করে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছেন জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। - ক্রিকফ্রেঞ্জি

ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪৮৭ রান করে ইনিংস ঘোষণা করেছে। প্রথম ইনিংসে তারা এগিয়েছিল মাত্র ৪৬ রানে। পার্থে বিনা উইকেটে ১৭২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। ৯০ রানে অপরাজিত থেকে আগেই সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন জায়সাওয়াল।

তৃতীয় দিনে সেঞ্চুরি তুলে নিতে আর কোনো ভুল করেননি জায়সাওয়াল। সেঞ্চুরির পর দেড়শ তুলে নিয়েছেন ভারতীয় এই তরুণ ব্যাটার। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি থেমেছে ১৬১ রানে। ২৯৭ বল মোকাবিলায় ১৫ চারের সঙ্গে ৩ ছক্কা হাঁকান তিনি। 

উদ্বোধনী জুটিতে ভারতের হয়ে জায়সাওয়াল ও রাহুল যোগ করেন ২০১ রান। রাহুল আউট হয়েছেন ১৭৬ বলে ৫ চারে ৭৭ রান করে। আর তাতেই ভারতের ওপেনিং জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে দেবদূত পাডিকালকে নিয়ে আরও ৭৪ রান যোগ করেন জায়সাওয়াল।

এরপর আউট হওয়ার আগে বিরাট কোহলিকে নিয়ে ৩৮ রান যোগ করেন ভারতীয় এই ওপেনার। দ্রুত ঋষভ পান্ত ও ধ্রুব জুরেলের উইকেট হারায় ভারত। তবে একপ্রান্ত আগলে রেখে কোহলি টেস্টে তুলে নেন নিজের ৩০তম সেঞ্চুরি। তিনি অপরাজিত থাকেন ঠিক ১০০ রানে। 

১৪৩ বলের ইনিংসে কোহলি মারেন ৮ চার ও ২ ছক্কা। এ নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকে সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি। এর মধ্যে দিয়ে শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন ভারতীয় এই ব্যাটার। অস্ট্রেলিয়ার মাটিতে টেন্ডুলকারের সেঞ্চুরি ছিল ৬টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়