স্পোর্টস ডেস্ক: দুই দিনব্যাপী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম রোববার থেকে শুরু হয়েছে। পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। গত আসরে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানো শ্রেয়াস আইয়ারকে ২৬.৭৫ কোটি রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। এখন পর্যন্ত আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার তিনি।
শ্রেয়াসের আগে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন স্টার্ক। গত আইপিএল নিলামে তার নিলামে দাম উঠেছিল ২৪ কোটি ৭৫ লাখ রূপি। তবে আজ আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রূপি রেকর্ড মূল্যে কিনেছে পাঞ্জাব।
এর আগে আর্শ্বদীপকে ১৮ কোটি রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব। ১০.৭৫ কোটিতে কাগিসো রাবাদার নতুন ঠিকানা গুজরাট টাইটান্স।