মাসুদ আলম : শনিবার রাতে আইএসপিআর জানায়, আর্মি গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে শনিবার লাভেলো কাপ আর্মড ফোর্সেস ডে গলফ টুর্নামেন্ট-২০২৪' এর সমাপনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।।
এই টুর্নামেন্টে সর্বমোট ৭৮৪ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে মেজর মোঃ নাজমুল হক মাদল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও, ভেটেরান বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল এ, কে, এম মাসুদ (অবঃ), সিনিয়র বিভাগে লেফটেন্যান্ট জেনারেল মোঃ সফিকুর রহমান (অবঃ), লেডিস বিভাগে মিসেস শায়লা আহসান এবং জুনিয়র বিভাগে মাস্টার মেহনান তাসিন রহমান বিজয়ী হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।