শিরোনাম
◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ০১:১৬ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেল্টা ভিগোয় হোঁচট খেলো বার্সেলোনা, আহত কোচ

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরেছিলো। এবার আরেক দুর্বল প্রতিপক্ষ সেল্টা ভিগোকেও হারাতে পারেনি। ড্র করে হারিয়েছে পয়েন্ট। দলের এমন পারফরম্যান্স মানতে পারছেন না কোচ হেনসি ফ্লিক।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে গিয়ে ২-২ গোলে ড্র করে বার্সেলোনা। অথচ ৮৪ মিনিট পর্যন্ত ম্যাচে তারা এগিয়েছিলো ২-০ গোলে। ৮২ মিনিটে মার্কো কাসাডো লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। পরে ৮৪ ও ৮৬ মিনিটে পর পর দুই গোল হজম করে হোঁচট খায় দলটি।

ম্যাচ শেষে চরম হতাশ হেনসি ফ্লিক কোনভাবেই মানতে পারছেন না এমন ফল,  এটা সত্যিই খুব বাজে ম্যাচ ছিলো। আমরা যা চাই এটা মোটেও তেমন নয়। এটা আমাদের স্বাভাবিক ফুটবল নয়।

এক বছর পর প্রথম একাদশে জায়গা পাওয়া মিডফিল্ডার গাবি দায় দিচ্ছেন লাল কার্ডকে, খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিলো, কিন্তু লাল কার্ড প্রভাব ফেলেছে। তারা দুইটা মুভ থেকে দুইটা গোল করেছে। আমাদের এর থেকে শিখতে হবে।

এদিন খেলার ১৫ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানদোভস্কি। ম্যাচে নিয়ন্ত্রণ রেখেই জেতার দিকে যাচ্ছিলো তারা। তবে ৮০ মিনিটের পর এক ঝড়ে বদলে যায় সব কিছু।

১০ জনের বার্সার জালে ৮৪ মিনিটে গোল দেন আলফানসো গুঞ্জেলাজ, ৮৬ মিনিটে সমতা আনেন হুগো আলভারেজ।

শীর্ষে বার্সা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলাটিকো মাদ্রিদ। তাদের থেকে দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ২৭ পয়েন্ট নিয়ে তিনে। তবে রিয়াল পরের দুই ম্যাচ জিতে বার্সার বেশ কাছে চলে আসতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়