শিরোনাম
◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ১১:০৮ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেদ্দায় আইপিএল মেগা নিলাম বিকালে, প্রথম দিনে থাকছে না কোনো বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক: আইপিএল মেগা নিলাম আজ রোববার (২৪ নভেম্বর) শুরু হচ্ছে। দুপুর সাড়ে তিনটায় জেদ্দায় শুরু হবে ক্রিকেটার কেনা-বেচার আসর। তালিকায় নাম আছে ৫৭৭ জনের। প্রথম দিন ১২ বাংলাদেশি ক্রিকেটারের কারো নাম নেই নিলামে। ৬৪৭ কোটি রুপি খরচ করতে পারবে দশ দল। এরমধ্যে সবচেয়ে বেশি পাঞ্জাব কিংস। 

তিন বছর পর ফিরছে আইপিএলের মেগা নিলাম। আর এমন আয়োজন মানেই যেন অর্থের ঝনঝনানি। এর আগে আরব আমিরাতে নিলাম হলেও প্রথমবার সৌদি আরবের জেদ্দায় ফ্রাঞ্চাইজিগুলো এক হবে পছন্দের ক্রিকেটারদের তিন বছরের জন্য দলে টানতে।

১৫৭৪ ক্রিকেটার নিলামে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তালিকায় জায়গা পেয়েছে ৫৭৭ জন। এরমধ্যে ভারতীয় ৩৬৭ আর বিদেশি ২১০ জন।

বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮ ক্রিকেটার ইংল্যান্ডের, যেখানে শেষ মুহূর্তে যোগ হয়েছেন জোফরা আর্চার। এরপরের অবস্থানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড। ১২ দেশের তালিকায় আছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ক্রিকেটাররাও।

দু’দিনব্যাপী নিলামে প্রথম দিন বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে না। তালিকায় থাকা ১২ ক্রিকেটারের কারও নাম উঠবে না এদিন। দ্বিতীয়দিনও মুস্তাফিজ, তাসকিন, সাকিবরা নিলামে উঠবেন কিনা, তা নির্ভর করবে ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহের ওপর।

গেল আসরে চেন্নাইয়ে খেলা ফিজকে ধরে রাখেনি সুপার কিংস। তবে হোম কন্ডিশন বিবেচনায় এবারও তাদের চোখ থাকতে পারে কাটার মাস্টারের দিকে।

নিলামে ৮ ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি, ভিত্তিমূল্যে আছেন ৮২ ক্রিকেটার। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ। সাকিব, তাসকিন, মিরাজের দাম ১ কোটি। বাকিদের কিনতে গুনতে হবে অন্তত ৭৫ লাখ রুপি। সবচেয়ে বেশি ৩২২ জনের ৩০ লাখ রুপি ভিত্তিমূল্য।

দল গোছাতে ১২০ কোটি রুপি বরাদ্দ প্রত্যেকটা ফ্রাঞ্চাইজির জন্য। ক্রিকেটার রিটেইন করায় সর্বাধিক খরচ করেছে রাজস্থান রয়্যালস। তাই নিলামে তাদের হাতে আছে, মাত্র ৪১ কোটি রুপি। আর সবচেয়ে বেশি ১১০ কোটি ৫০ লাখ রূপি নিলামে খরচ করতে পারবে প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। তারা রিটেইন করেছে মাত্র ২ জন।

একেকটা দল হবে সর্বোচ্চ ২৫, আর সর্বনি¤œ ১৮ জনের। ইতোমধ্যেই ৪৬ জন ১০ দলে খেলার টিকিট পেয়েছেন। নিলামে ভাগ্য খুলবে সর্বাধিক ২০৪ জনের। অকশনে নজর থাকবে ঋষভ পন্ত, লোকেশ রাহুল, জশ বাটলারদের উপর। ১০ দলের ১৮তম আসর শুরু ১৪ মার্চ, ফাইনাল ২৫ মে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়