শিরোনাম
◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৪, ০৮:০১ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট ক্রিকেটে জয়সোয়ালের ছক্কার রেকর্ড

স্পোর্টস ডেস্ক: গত বছর জুলাই মাসে এই ক্রিকেটারের টেস্টে অভিষেক হয়েছিলো। তখন থেকেই তিনি আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতের অন্যতম ভরসার প্রতীক ওঠেন। জয়সোয়াল এবার গড়েছেন দারুণ এক রেকর্ডও। সাদা পোশাকের ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ক্রিকেটার এখন এই তরুণ ব্যাটার।

শনিবার (২৩ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টের দ্বিতীয় দিন ব্রেন্ডন ম্যাককালামকে পেছনে ফেলে এক বছরে সবচেয়ে ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন জয়সোয়াল। ন্যাথান লায়নের করা ৫২তম ওভারের চতুর্থ বলে লং-অনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে এই রেকর্ড নিজের করে নেন তিনি।

২০১৪ সালে ১৬ ইনিংসে ৩৩টি ছক্কা মেরেছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালাম। আর চলতি বছর এখন পর্যন্ত ২৩ ইনিংসে ৩৪টি ছক্কা মেরেছেন জয়সোয়াল। ম্যাককালামের পেছনে থেকে পার্থ টেস্ট শুরু করেছিলেন ২২ বছর বয়সী এই ব্যাটার। প্রথম ইনিংসে ৮ বলে খেলে কোনো রান না করেই সাজঘরে ফিরেছিলেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসের ৪৭তম ওভারের প্রথম বলে স্পর্শ করেন কিউই কিংবদন্তির রেকর্ড।

রেকর্ড গড়ার দিন ১২৩ বলে নিজের ক্যারিয়ারের মন্থরতম ফিফটি হাঁকান জয়সোয়াল। আগের রেকর্ডটি ছিল তার অভিষেক ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৪ বলে পঞ্চাশের দেখা পেয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। সেই ম্যাচে ১৭১ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি।

টেস্ট ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকার তিনে আছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ২০২২ সালে ২৬ ইনিংসে ২৬টি ছক্কা হাঁকান তিনি। এর পরের অবস্থানে আছেন ২০০৫ সালে ২২ ইনিংসে ২২টি ছক্কা মারা অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। তালিকার শীর্ষ পাঁচে আছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগও। ২০০৮ সালে ২৮ ইনিংসে তিনি গিলক্রিস্টের সমান ২২টি ছক্কা হাঁকান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়