শিরোনাম
◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৪, ০৫:৩১ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিলামের আগে আইপিএলের দলগুলোকে যে বার্তা দিলো বিসিবি

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী ২৫, ২৬ ও ২৭ মৌসুমে আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত করেছে। চলতি মৌসুমে যেসব ক্রিকেটার নিলামে থাকবেন তারই পরের তিন মৌসুম খেলতে পারবেন।

শুক্রবার (২২ নভেম্বর) থেকে আইপিএলের মেগা নিলামকে সামনে রেখে বসতে চলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ছাড়া প্রায় সবকয়টি টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেট বোর্ড থেকেই গ্রিন সিগনাল পেয়েছে তারা।

প্রতিবছর বাংলাদেশের ক্রিকেটাররা নিলামে অংশ নেন, দলও পান। তবে বিসিবির অনাপত্তিপত্রের জন্য পুরো মৌসুমে খেলা হয়ে উঠে না তাদের। ফলে টাইগারদের নিয়ে আগ্রহ কমে গেছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের।

এ সমস্যা নিরসনে বাংলাদেশি ক্রিকেটারদের তিন মৌসুমেই খেলার সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

আইপিএলের এবারের আসরে নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আগামী ২৪ নভেম্বর বেলা সাড়ে ১২ টায় আইপিএলের দুই দিনব্যাপী নিলাম শুরু হবে। সর্বোচ্চ ২০৪ টি স্লটে ক্রিকেটাররা দল পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটারের কপাল খুলবে। ২০২৫ সালের ১৪ মার্চ আইপিএলের মৌসুম শুরু হবে, ফাইনাল ২৫ মে। এ আসরে হবে ৭৪ ম্যাচ। পরের দুই আসরও অবশ্য ম্যাচ বাড়াতে লম্বা হবে ২০২৬ সালের আইপিএল শুরু ১৫ মার্চ, ফাইনাল ৩১ মে, ম্যাচ হবে ৮৪টি। ২০২৭ আইপিএল শুরু ১৪ মার্চ, ফাইনাল ৩০ মে, ম্যাচ ৯৪টি। উৎস: আরটিভি অনলাইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়