শিরোনাম
◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৪, ১১:৫২ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের তিন আসরের জন্য ১৩ ক্রিকেটারের নাম পাঠালো বিসিবি

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী তিন আসরের জন্য ১৩ জন ক্রিকেটারের নাম ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই তালিকায় থাকা ক্রিকেটাররা পুরো আসরের জন্য আইপিএলে অংশগ্রহণ করতে পারবেন, যা আগে সম্ভব ছিল না। বিসিবির এমন পদক্ষেপে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে।  

শুক্রবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। শুধু বিসিবিই নয়, আসন্ন নিলামকে সামনে রেখে আগামী তিন আইপিএলের পুরো সময়ে বিদেশি ক্রিকেটারদের খেলার নিশ্চয়তা জানতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ইএসপিএন প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছে, প্রায় সবগুলো পূর্ণ সদস্য দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে তালিকাসহ সেই নিশ্চয়তা পেয়েছেন তারা।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বিসিবির পাঠানো সেই নামের তালিকায় জায়গা করে নেয়া ১৩ ক্রিকেটার হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব ও শহিদুল ইসলাম।

এদিকে আগামী তিন আইপিএলের সূচিও চূড়ান্ত করা হয়েছে। আর ফ্র্যাঞ্চাইজিগুলোকে সেই তারিখও জানিয়ে দেয়া হয়েছে। আগামী বছর আইপিএল শুরু ১৪ মার্চ, আর ফাইনাল ২৫ মে।

২০২৬ আইপিএল শুরু ১৫ মার্চ, ফাইনাল ৩১ মে। আর ২০২৭ আইপিএল ১৪ মার্চ শুরু হয়ে শেষ হবে ৩০ মে। তবে ম্যাচ সংখ্যায় আসছে পরিবর্তন। আগামী আসরে ৭৪ ম্যাচ হলেও ২০২৬ সালে হবে ৮৪টি। আর ২০২৭ সালে তা বেড়ে দাঁড়াবে ৯৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়