শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ডার-গাভাস্কার সিরিজ, ভারতের চাপে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: ভারতের ব্যাটিং দেখে মনে হয়েছিলো এবার বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে আধিপত্য ধরে রাখতে পারবে না। তাদের ইনিংস শেষ হয় ১৫০ রানে। অস্ট্রেলিয়ান বোলারদের দাপুটে বোলিং বার্তা দিচ্ছিলো আধিপত্যের। শেষ পর্যন্ত দিনশেষে ভারতের আধিপত্যই দেখা গেলো।  জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্কের তোপে প্রথম ইনিংসে ১৫০ রানেই গুটিয়ে গেছে ভারত। তবে অস্ট্রেলিয়ান ব্যাটাররাও পড়েছে বিপাকে, প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে তাদের স্কোরবোর্ডে ৭ উইকেটে ৬৭ রান।

নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই এই ম্যাচে খেলতে নেমেছে ভারত। ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রীত বুমরাহ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাটাররা তার সিদ্ধান্ত সঠিক প্রমাণে ব্যর্থ হয়েছে। স্টার্ক, হ্যাজেলউডের তোপে খালি হাতেই ফিরেছেন ওপেনার জসস্বী জয়সওয়াল ও তিন নম্বরে নামা দেবদূত পাডিকাল। আরেক ওপেনার লোকেশ রাহুল যা একটু টিকেছেন, তবে করতে পারেননি ২৬ রানের বেশি।

বিরাট কোহলির নামের পাশে জুটেছে ১২ বলে ৫ রান। ৫৯ রানে ৫ ও ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে বসে ভারত। তবে রিশাব পান্ট ও শেষদিকে নিতিশ রেড্ডির ব্যাটে চড়ে ১৫০ পর্যন্ত যেতে পেরেছে সফরকারীরা। একাই ৪ উইকেট হ্যাজেলউডের। ২ টি করে ভাগাভাগি করেছেন স্টার্ক, কামিন্স ও মিচেল মার্শ।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে বিপাকে অস্ট্রেলিয়াও। অধিনায়ক বুমরাহকে সামলাতেই টালমাটাল অজি ব্যাটাররা। ১৯ রানে হারানো তাদের প্রথম ৩ উইকেটের সবকটিই বুমরাহর। 

শুরুর এই বিপর্যয় আর থামানো যায়নি। ততক্ষণে উইকেট শিকারে যোগ দিয়েছেন মোহাম্মদ সিরাজ ও হার্শিত রানা। ৫৯ রানে নেই ৭ উইকেট। এখনো পর্যন্ত সর্বোচ্চ ১৯ রানে অপরাজিত অ্যালেক্স ক্যারি। তার সাথে ৬ রানে অপরাজিত আছেন মিচেল স্টার্ক। দিন শেষে তাদের স্কোরবোর্ডে ৭ উইকেটে ৬৭ রান, এখনো প্রথম ইনিংসে পিছিয়ে আছে ৮৩ রানে। বুমরাহর ৪ উইকেটের সাথে সিরাজের শিকার ২ উইকেট, রানা নিয়েছেন ১ টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়