শিরোনাম
◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ০৪:০৪ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির বিবৃতি, মাঠে মারামারি করায় ৮ ক্রিকেটারকে নিষিদ্ধ 

এল আর বাদল : কয়েকদিন আগে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের একটি ম্যাচে দুই দলের ক্রিকেটারদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই থেকেই এই ইস্যু নিয়ে তোলপাড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে এলো শাস্তির ঘোষণাও।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে আট ক্রিকেটার ও এক ক্লাব কর্মকর্তাকে সবধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ ও জরিমানা করেছে বিসিবি। শুক্রবার (২২ নভেম্বর) বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিবৃতি সম্বলিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

তারা বিসিবির আচরণবিধির ২ দশমিক ১৯ ধারা ভঙ্গ করে এই শাস্তি পেলেন। এ নিয়ে কঠোর অবস্থানের কথা জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, বিসিবি ঘরোয়া প্রতিযোগিতার কোনো স্তরে শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে নমনীয় হবে না। এটি সমস্ত খেলোয়াড় এবং কর্মকর্তাদের কাছে একটি বার্তা হোক যে বোর্ড কঠোরভাবে আচরণবিধি লঙ্ঘন মোকাবেলা করবে।

ঘটনা গত ১৮ নভেম্বরের। পুবেরগাঁও ক্রিকেট শিক্ষা প্রতিষ্ঠানে (পিকেএসপি)  তেজগাঁও ক্রিকেট একাডেমি এবং স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের মধ্যকার সুপার লিগের ম্যাচে ঝগড়া, মারামারি, হাতাহাতিতে জড়ায় ক্রিকেটার ও কর্মকর্তারা।

সে ঘটনায় নিষিদ্ধ হলেন তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসির আরাফাত, মোহাম্মাদ রিফাত, ইমন, তাসিন আহমেদ রনবী, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয় ও দলের কর্মকর্তা রবিন এবং স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মাদ হৃদয়কে এক বছরের নিষেধাজ্ঞা এবং কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়