শিরোনাম
◈ কোথাও দাম না পেয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙারির দোকানে বিক্রি ◈ সম্পদের হিসাব জমা না দিলে সরকারি চাকরিজীবীদের যেসব শাস্তি হতে পারে ◈ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যেসব দেশ নিরাপদ থাকবে ◈ কারও স্ত্রী চলে গেছে, কারও চাকরি: যেমন আছেন জুলাই আন্দোলনের আহতরা ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়ার গ্রাফিতিতে কালো রং, এরপর যা যা হলো ◈ হ্যারি কেইনের রেকর্ড গড়া হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখের দারুণ জয় ◈ ভারত ও পাকিস্তানের কাছ থেকে আয়োজক স্বত্ব আইসিসির কেড়ে নেয়া উচিত: রশিদ লতিফ ◈ অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনটি দারুণ কাটোলো ওয়েস্ট ইন্ডিজ  ◈ যে কারণে বাংলাদেশকে লাখ লাখ ডলার জরিমানা দিতে হচ্ছে ◈ পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা, বেশির ভাগই ভারতে অবস্থান করছেন

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ১১:২৪ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুঃসহ স্মৃতি নিয়ে বাংলাদেশ রাতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে 

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা খুব একটা সুখকর নয়। এক কথায় ছন্দে নেই টাইগাররা। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জেতার পর আর হালে পায়নি বাংলাদেশের ক্রিকেট। এবার তাদের মিশন ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের জন্যই বছরের শেষ সিরিজও। এমন পরিস্থিতিতে শুক্রবার (২২ নভেম্বর) অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

স্বাগতিকদের বিরুদ্ধে লড়াই করতে যতটুকু শক্তি প্রেেয়াজন, তা নেই নেই বাংলাদেশ দলে। এই অবস্থায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ইনজুরির কারণে খেলছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম, অপরদিকে চোটের কারণে উইন্ডিজ দলে নেই জেসন হোল্ডার। হোল্ডার না থাকলেও ঘরের মাঠে সবদিক থেকেই বেশ এগিয়ে ক্যারাবিয়ানরা।

অপরদিকে, অ্যান্টিগা বাংলাদেশের জন্য যেন এক বিভীষিকা। এই ভেন্যুতে ২০১৮ সালে মাত্র ৪৩ রানে অলআউট হওয়ার দুঃস্মৃতি আছে টাইগারদের। একই মাঠে খেলা সবশেষ টেস্টে ২০২২ সালে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। যেখানে দুই ইনিংসে ১০৩ ও ২৪৫ রানেই অলআউট হয় টাইগাররা।

ইনজুরির কারণে দলে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবে দলে ফেরা পেসার শরীফুল ইসলাম অ্যান্টিগার উইকেটে হতে পারেন বেশ কার্যকর। অপরদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা আলজারি জোসেফ আছেন উইন্ডিজ দলে। কন্ডিশন বিবেচনায় দুই দলের একাদশেই থাকতে পারে তিন পেসার।

সাকিব, তামিম, মুশফিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া প্রথমবার ক্যারিবীয় সফরে টাইগাররা। যদিও তারুণ্যনির্ভর দল নিয়ে বেশ আশাবাদী নবনিযুক্ত সহকারী কোচ সালাউদ্দিন। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে ১০ টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মাঝে মাত্র ২টিতে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। বাকি তারা হেরেছে ৮টিতে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়