শিরোনাম
◈ চাঞ্চল্যকর তথ্য দিলেন পলক, কে কে লুকিয়ে ছিলেন সংসদ ভবনে ◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ০৯:৪১ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঋষভ পন্ত হতে পারেন আইপিএল ইতিহাসের দামী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। তার আগে খেলোয়াড়দের নিয়ে ভবিষ্যৎবাণী করছেন বিশ্লেষক থেকে শুরু করে সাবেক ক্রিকেটারররা। আইপিএলের নিলামের সব রেকর্ড ঋষভ পন্ত ভেঙে দেবেন বলে মন্তব্য করেছেন আকাশ চোপড়া। রবিন উথাপ্পা মনে করেন, এই নিলামে সর্বোচ্চ অর্থ পাবেন ভারতীয় এ উইকেট কিপার।

নয় বছর পর পন্তকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। লম্বা সময় ধরে খেলে ফ্র্যাঞ্চাইজিটির মধ্যমনি হয়ে উঠেছিলেন আক্রমণাত্মক এ ব্যাটার। এমনকি গাড়ি দূর্ঘটনার পর মাঠের বাইরে থাকার সময়েও পন্তকে ছেড়ে দেয়নি দিল্লি। ডাগআউটে তার জার্সি ঝুলিয়ে মাঠে নামতো দলটি। সেই দলটিই ছেড়ে দিয়ে হয়তো নতুন ঠিকানায় নাম লেখাবেন পন্ত। ডেইলি ক্রিকেট

আইপিএল নিলামে সবচেয়ে বেশি অর্থ পন্ত পাবেন বলে মন্তব্য করে উথাপ্পা বলেছেন, ‘আমার মনে হয় ঋষভ পন্তকে কিনতে প্রায় ২৫-২৮ কোটি রুপি ব্যয় করা হতে পারে। অবশ্যই একটি বিশাল অঙ্কের টাকা পাবেন এবং এই নিলামে সর্বোচ্চ অর্থ প্রদানকারী খেলোয়াড় হয়ে উঠবেন। পান্তকে এত দামে কেনা দেখতে আকর্ষণীয় হবে, কারণ আমি মনে করি পাঞ্জাব কিংস তাকে কিনতে চাইবে এবং আরসিবিও তাকে নেতৃত্বের ভূমিকায় এবং একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে কিনতে চাইবে।

উথাপ্পার সাথে একমত সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। তিনি মনে করেন, আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হতে যাচ্ছেন পন্ত।

আমার মনে হয় ঋষভ পান্তকে কিনতে প্রায় ২৫-২৮ কোটি রুপি ব্যয় করা হতে পারে। অবশ্যই একটি বিশাল অঙ্কের টাকা পাবেন এবং এই নিলামে সর্বোচ্চ অর্থ প্রদানকারী খেলোয়াড় হয়ে উঠবেন। পান্তকে এত দামে কেনা দেখতে আকর্ষণীয় হবে, কারণ আমি মনে করি পাঞ্জাব কিংস তাকে কিনতে চাইবে এবং আরসিবিও তাকে নেতৃত্বের ভূমিকায় এবং একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে কিনতে চাইবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়