শিরোনাম
◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ০৯:৩৯ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান দলের দরজা সবসময় খোলা ফখর জামানের জন্য

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেট তারকা ফখর জামান সে দেশের ক্রিকেট বোর্ডের সমালোচনা করে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন। জায়গা মেলেনি অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের স্কোয়াডেও। তাতেই অনেকেই পাকিস্তানের জার্সিতে ফখরের শেষ দেখে ফেলেছিলেন। তবে পাকিস্তানের নতুন কোচ হওয়ার পর ফখর ভক্তদের সুখবর দিয়েছেন আকিব জাভেদ।

পাকিস্তান দলে ফখরের প্রয়োজনীয়তার কথা উল্লেখে করে আকিব বলেছেন, ফখর জামান একজন ম্যাচ জেতানো খেলোয়াড়। সে অনেক বছর ধরে পাকিস্তানের হয়ে পারফর্ম করছে। এই মুহূর্তে ফিটনেস জাতীয় কিছু সমস্যায় ভুগছে। তবে ফিটনেস ফিরে পেলেই নির্বাচক কমিটি তাকে দলে নেওয়ার ব্যাপারটি পুনর্বিবেচনা করে দেখবে।
আকিব আরও বলেন, ফখরের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। ফিট হলেই তাকে আমরা আবার (পাকিস্তানের হয়ে) খেলতে দেখবো।

অনেক নাটকের পর গত সোমবার আকিব জাভেদকে পাকিস্তানের সাদা বলের অন্তর্র্বতীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় পিসিবি। নিজেদের মাঠে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত দায়িত্বে থাকবেন সাবেক এই ফাস্ট বোলার ও পিসিবির নির্বাচক কমিটির আহ্বায়ক।

আকিবের সঙ্গে ফখরের সম্পর্কটা বেশ পুরোনো। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফখর খেলেন লাহোর কালান্দার্সে। পিসিবির দায়িত্বে আসার আগে লাহোরের ক্রিকেট পরিচালক ও পেস বোলিং পরামর্শক ছিলেন তিনি। কাছ থেকে দেখেছেন ফখরকে। পাকিস্তান দলে তার ফখরের চাহিদা তার চেয়ে আর ভালো কে বলতে পারবে।
সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে ফখরকে দেখা যেতে পারে। পাকিস্তানের সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ফখর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়