শিরোনাম
◈ লজ্জা না থাকলে বাধ্য করেই সরানো হোক কুয়েট ভিসিকে: সারজিস আলম ◈ শেষ মি‌নি‌টের গো‌লে অ্যাস্টন ভিলাকে হারা‌লো ম্যানচেস্টার সিটি ◈ পিএসএল: রিশাদ ২ উইকেট পে‌লেও তার দল লাহোর কালান্দাস হে‌রে গে‌ছে  ◈ বিয়ে করলে বা বাচ্চা হলেই মিলবে টাকা, অঢেল সুযোগ! জন্মহার বৃদ্ধি করতে পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের ◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও)

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০৮:০১ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ শুরু

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া তাদের ক্রিকেট ইতিহাসে তিন ফরম্যাটের সিরিজ ও বিশ্বকাপসহ অনেক ট্রফি অর্জন করেছে। কিন্তু তাদের অর্জনে নেই বোর্ডার-গাভাস্কার ট্রফি। এবার এই ট্রফিটি অর্জনের লক্ষ্যে নিজ দেশেই ভারতের বিরুদ্ধে শুক্রবার লড়াইয়ে নামবে। এই সিরিজকে বলা হয়ে থাকে বর্ডার-গাভাস্কার ট্রফি। ভারত দুইবার অস্ট্রেলিয়া সফরও করেছে এর মধ্যে। হোম কন্ডিশনেও সাফল্য ধরা দেয়নি অজিদের কাছে। অধিনায়ক প্যাট কামিন্সের চোখ এখন সেদিকেই।

সবশেষ ২০১৪-১৫ সিজনে এই সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। শুক্রবার (২২ নভেম্বর) পার্থে শুরু পাঁচ ম্যাচের সিরিজ। আগের দিন সংবাদ সম্মেলনে প্যাট কামিন্স তুলে ধরলেন, সিরিজ জিততে কতটা মরিয়া তারা।

প্যাট কামিন্স বলেন, আমার মনে হয়, ড্রেসিংরুমের অর্ধেক সদস্যই বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতেনি। আমাদের জন্য তাই এটা শেষ একটি লক্ষ্য, যেটি পূরণ করার বাকি আছে। গত কয়েক বছরে অন্য প্রায় সব চ্যালেঞ্জেই আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি এবং ভালো করেছি। আরও একটি বছর, আরেকটি অস্ট্রেলিয়ান গ্রীষ্মে সেটি করতে পারলে সবকিছু একটা পূর্ণতা পাবে। এটা দুই-তিন মৌসুমের ব্যাপার শুধু নয়, প্রায় অর্ধেক প্রজন্মের ব্যাপার। বিশ্বের সেরা দলগুলির একটি ভারতকে এখানে পেয়ে আমরা তাই দারুণ রোমাঞ্চিত।

এদিকে প্রথম টেস্টে ভারতীয় দলে থাকতে পারছেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। পারিবারিক কারণেই খেলার বাইরে ব্যস্ত সময় পার করবেন তিনি। এই টেস্টে মেন ইন ব্লু’দের নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ। ইনজুরির কারণে শামি নেই, আবার অনিশ্চিত গিলও। তাই ভারতীয় দলকে আলাদা পরিকল্পনাই করতে হবে। কামিন্স আরও বলেন, আমাদের দলের প্রায় সবাই আইপিএলে খেলেছি এবং দেখেছি, নতুনরা কীভাবে এসে সরাসরিই মানিয়ে নেয়। ওরা এবার নিয়মিত দু-একজনকে পাচ্ছে না, তবে আমরা খুব ভালো করেই জানি, যাদেরকে তারা বেছে নেবে, তারা টেস্ট ক্রিকেট খেলার মতো যথেষ্টই ভালো।

অস্ট্রেলিয়া দলেও আছে নতুন এক মুখ। পার্থ টেস্ট দিয়েই অভিষেক হবে ওপেনার ন্যাথান ম্যাকসুয়েনির। ডেভিড ওয়ার্নারের অবসরের পর চার টেস্টে ওপেন করেছেন স্টিভেন স্মিথ। উল্লেখ্য, ৫ ম্যাচ সিরিজের পরবর্তী চারটি টেস্ট হবে যথাক্রমে অ্যাডিলেইড, ব্রিসবেন, মেলবোর্ন (বক্সিং ডে টেস্ট) ও সিডনি (পিঙ্ক টেস্ট)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়