শিরোনাম
◈ লজ্জা না থাকলে বাধ্য করেই সরানো হোক কুয়েট ভিসিকে: সারজিস আলম ◈ শেষ মি‌নি‌টের গো‌লে অ্যাস্টন ভিলাকে হারা‌লো ম্যানচেস্টার সিটি ◈ পিএসএল: রিশাদ ২ উইকেট পে‌লেও তার দল লাহোর কালান্দাস হে‌রে গে‌ছে  ◈ বিয়ে করলে বা বাচ্চা হলেই মিলবে টাকা, অঢেল সুযোগ! জন্মহার বৃদ্ধি করতে পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের ◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও)

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০৬:২১ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

নিজস্ব প্রতিবেদক: তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল শ্রীলঙ্কা সফরে গেলো। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে দলটি শ্রীলঙ্কায় রওনা হয়। এবারের স্কোয়াডে আছেন তিন লেগ স্পিনার।
১৬ সদস্যের মূল দলের সঙ্গে অতিরিক্ত রাখা হয়েছে আরও চার ক্রিকেটার। সাত বিশেষজ্ঞ ব্যাটারের সঙ্গে তিন অলরাউন্ডার ও ছয় বোলার আছে বাংলাদেশের এই দলে। এদের মাঝে তিন লেগ স্পিনার হলেন- ইমরান হোসেন, রকিবুল হোসেন ও মাহির ইশমাম চৌধুরী।

এবারের এই সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ আবদুল করিম জুয়েল। কোচিং প্যানেলে তাকে সঙ্গ দেবেন সাবেক দুই ক্রিকেটার তুষার ইমরান ও হাসিবুল হোসেন।

৫০ ওভারের সিরিজটি শুরু হবে ২৪ নভেম্বর। পরের দুই ম্যাচ হবে ২৬ ও ২৮ নভেম্বর। এরপর ২ ডিসেম্বর শুরু হবে তিন দিনের প্রথম ম্যাচ। তিন দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৭ ডিসেম্বর। ৯ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল: ফেরদৌস কবির, আবদুল্লাহ আল মুহি, হৃদয় হোসেন, ফারহান সাদিক, আদৃত ঘোষ, আহসানুল হক মাহিম, রকিবুল হোসেন, রাকিব খান, মাহিনউজ্জামান মাহবির, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইশমাম চৌধুরি, ইমরান হোসেন, আল রাফি ও সৌরভ কর্মকার।
স্ট্যান্ডবাই: আহসানুল মুমিন, মোবাসশির ইসলাম মুনেম, ফাইয়াজ রহমান, কাওসার আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়