শিরোনাম
◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ১২:১৪ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলকে বিশ্বকাপে খেলতে হলে বাছাইপর্বে বাকি ৬ ম্যাচে দুটি জয় ও দুটিতে ড্র করতে হবে

স্পোর্টস ডেস্ক: পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আগামী বিশ্বকাপে (২০২৬) খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কিনা তা নিয়ে আলোচনায় বিশ্বের ব্রাজিল ভক্তরা। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ফলাফল দেখলে এমন প্রশ্ন মনে আসতেই পারে।  দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলেছে ব্রাজিল। যেখানে জয় মাত্র পাঁচটিতে। বাকি সাত ম্যাচের মধ্যে তিনটিতে ড্র ও চারটিতে পরাজয়। পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান এখন পাঁচ নম্বরে। হাতে আছে মাত্র ছয়টি ম্যাচ। 

অথচ এই ব্রাজিলই ২০০৩ সাল থেকে ২০২২ বিশ্বকাপের আগ পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্বের ৭১ ম্যাচ খেলে মাত্র পাঁচ ম্যাচে হেরেছিল। এমনকি বিশ্বকাপের কোনো আসরে কোয়ালিফাই করতে এতোটা চিন্তায় পড়তে হয়নি তাদের। তাহলে কি ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব পার করতে পারবে না ব্রাজিল?

পাঁচবারের বিশ্বচ্যাম্পিযনদের অবশ্য এখনই দুশ্চিন্তার কারণ নেই, কেন না যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। তাই লাতিন আমেরিকা থেকে মোট ছয়টি দল সরাসরি সুযোগ পাবে টুর্নামেন্টে, এছাড়া সাত নম্বরে থাকা দল আন্তঃমহাদেশীয় প্লে-অফ জিতে আসতে পারবে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের দশ দলের লড়াইয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে হলুদ জার্সিধারীরা। এই অবস্থান শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেই সরাসরি বৈশ্বিক আসরে জায়গা পাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার পয়েন্ট পার্থক্য সাত, এছাড়া উরুগুয়ের সঙ্গে দুই এবং ইকুয়েডর ও কলম্বিয়া থেকে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে। ব্রাজিলের পরে অবস্থান করা প্যারাগুয়ের সঙ্গে অবশ্য ব্যবধান একদমই কম, মাত্র ১ পয়েন্ট। কিন্তু সপ্তম স্থানে থাকা বলিভিয়া থেকে ৪ পয়েন্ট এগিয়ে সেলেসাওরা। সেরা ছয়ে থাকতে হলে সতর্ক থাকার কোন বিকল্প নেই কোচ দরিভাল জুনিয়রের শিষ্যদের।

ফুটবোমের তথ্য মতে, দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশগুলোকে বিশ্বকাপ বাছাইপর্ব পার হতে হলে অন্তত ২৪ পয়েন্ট লাগবে। আগে লাগতো ২৭ পয়েন্ট, কিন্তু এবার দলের সংখ্যা বাড়ায় তিন পয়েন্ট কমে ২৪ এ এসেছে। সে হিসেবে ব্রাজিলের হাতে রয়েছে আরও ছয়টি ম্যাচ। যেখানে অন্তত দুইটিতে জিততে হবে সেলেসাওদের। বাকি ম্যাচগুলোর মধ্যে অন্তত্য দুইটিতে ড্র করতে হবে ভিনিসিয়ুস-রাফিনহাদের। 

২০২৫ সালের মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। দুই মাস পর ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নামবে সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে। যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি ও বলিভিয়া। আর্জেন্টিনা ছাড়া বাকিদলগুলো ব্রাজিলের জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তাই ২০২৬ বিশ্বকাপ মঞ্চে সরাসরি খেলার সুযোগ পেতে পারে নেইমার-ভিনিসিয়ুরা। তথ্যসূত্র, চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়