শিরোনাম
◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪, ০৮:০৩ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী বিশ্বকাপে খেলতে হলে ওয়ানডে লিগের ৬ ম্যাচের সবকটিতে জিততে হবে বাংলাদেশকে

নিজস্ব প্রতিবেদক: নারীদের ওয়ানডে বিশ্বকাপ আগামী বছর অনুষ্ঠিত হবে ভারতে। ওই আসরে লাল-সবুজের দল সরাসরি খেলতে চায়। এ জন্য বাংলাদেশ দলকে অনেক কাঠখড় পোড়াতে হবে। আইসিসির ওয়ানডে সুপার লিগের ৬ ম্যাচের সবকটি জিতলেই কেবল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ নারী দল।

ক্রিকেটের ওয়েবসাইট ‘ক্রিকফ্রেঞ্জি’ জানায়, ৬ ম্যাচের মধ্যে বাংলাদেশের ঘরের মাঠে তিনটি ও দেশের বাইরে তিন ওয়ানডে খেলবে। এর মধ্যে কদিন পরেই আয়ারল্যান্ডকে আথিথেয়তা দেবে  বাংলাদেশ। বাকি তিনটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কঠিন সমীকরণ হলেও বাংলাদেশ আপাতত সরাসরি বিশ্বকাপে খেলতেই লড়াই করবে।

এমনটাই জানিয়েছেন বাংলাদেশ নারী দলের উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার। বুধবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে টাইটেল স্পনসর ঘোষণা করা হয়েছে। টাইটেল স্পনসর হিসেবে থাকবে সেনোরা, পাওয়ার্ড বাই রুচি।

সেখানেই বাশার বলেছেন, আমাদের বিশ্বকাপের (ওয়ানডে) আগে ছয়টি ম্যাচ আছে। আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি ম্যাচ, এরপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আরও তিনটি। এই ছয়টা ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু শুরু করছি ঘরের মাঠে, এখানে আমাদের সুবিধা থাকবে। আমরা এখন সব ম্যাচ নিয়ে ভাবছি না। আমরা এই সিরিজটা নিয়েই ভাবছি। এটাই আমাদের প্রাইমারি টার্গেট।

বাংলাদেশ নারী দলের পারফরম্যান্স নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। তিনি জানিয়েছেন বাংলাদেশের মেয়েরা দৃঢ়প্রতিজ্ঞ সরাসরি বিশ্বকাপে খেলতে। এ ছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে এখন যেহেতু সিরিজ তাই এই সিরিজে ভালো কিছুর আশাই করছেন বাংলাদেশ নারী দলের এই প্রধান।

বাশার বলেছেন, আমরা এই সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি অনেক দিন ধরে। ১ তারিখ থেকে অনুশীলন করছে মেয়েরা। ওরা কিন্তু ধারাবাহিকভাবে খেলার মধ্যেই ছিল। বিশ্বকাপ খেলেছে। এরপর কিছুদিন খেলার বাইরে ছিল। এখন আবার ফিরেছে। এই সময়টায় আমাদের ভালোই উন্নতি হয়েছে। এখন দেখা যাক, মাঠে আমরা কেমন করি।

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার রোমাঞ্চ নিয়ে বাশার আরও বলেন, একটু স্নায়ুচাপ থাকবে, যেহেতু তাদের ওপর পারফর্ম করার প্রেশার আছে। সেটা খুব স্বাভাবিক। এখন পর্যন্ত তাদের দেখে মনে হয়েছে, তারা খুব দৃঢ়প্রতিজ্ঞ। সবাই চাচ্ছে ভালো করতে, সবাই তো চায় বিশ্বকাপ খেলতে। যেহেতু হোমে খেলা, আশা করছি, ভালো কিছুই হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়