শিরোনাম
◈ কুয়েট শিক্ষক সমিতি একপক্ষের চাপে ভিসির পদত্যাগ মেনে নেবে না ◈ চাঞ্চল্যকর তথ্য দিলেন পলক, কে কে লুকিয়ে ছিলেন সংসদ ভবনে ◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪, ১২:৫৮ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার শ্রীলঙ্কায় রওনা হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

নিজস্ব প্রতিবেদক: তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। বৃহস্পতিবার বিকালে দলটি শ্রীলঙ্কায় রওনা হবে। একদিন আগে এই সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে আছেন তিন লেগ স্পিনার।

১৬ সদস্যের মূল দলের সঙ্গে অতিরিক্ত রাখা হয়েছে আরও চার ক্রিকেটার। সাত বিশেষজ্ঞ ব্যাটারের সঙ্গে তিন অলরাউন্ডার ও ছয় বোলার আছে বাংলাদেশের এই দলে। এদের মাঝে তিন লেগ স্পিনার হলেন- ইমরান হোসেন, রকিবুল হোসেন ও মাহির ইশমাম চৌধুরী।

এবারের এই সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ আবদুল করিম জুয়েল। কোচিং প্যানেলে তাকে সঙ্গ দেবেন সাবেক দুই ক্রিকেটার তুষার ইমরান ও হাসিবুল হোসেন।

৫০ ওভারের সিরিজটি শুরু হবে ২৪ নভেম্বর। পরের দুই ম্যাচ হবে ২৬ ও ২৮ নভেম্বর। এরপর ২ ডিসেম্বর শুরু হবে তিন দিনের প্রথম ম্যাচ। তিন দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৭ ডিসেম্বর। ৯ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল: ফেরদৌস কবির, আবদুল্লাহ আল মুহি, হৃদয় হোসেন, ফারহান সাদিক, আদৃত ঘোষ, আহসানুল হক মাহিম, রকিবুল হোসেন, রাকিব খান, মাহিনউজ্জামান মাহবির, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইশমাম চৌধুরি, ইমরান হোসেন, আল রাফি ও সৌরভ কর্মকার।
স্ট্যান্ডবাই: আহসানুল মুমিন, মোবাসশির ইসলাম মুনেম, ফাইয়াজ রহমান, কাওসার আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়