শিরোনাম
◈ ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের ◈ ছাত্র-জনতার সমন্বয়ে নতুন দল আসতে পারে: সারজিস (ভিডিও) ◈ বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ তাদের দশাও যেন পলাতক শেখ হাসিনার মতো না হয়: আশফাক নিপুন ◈ সিটি কলেজ সরিয়ে নেওয়াসহ ১১ দফা দাবি ঢাকা কলেজের ◈ পর্যটক নিয়ন্ত্রণে কমিটি, সেন্ট মার্টিনে যেতে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের ◈ মুজিববর্ষ উদযাপনের নামে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের খরচ ১ হাজার ২৬১ কোটি টাকা ◈ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্যও সমান গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র উপদেষ্টা ◈ ভারতের উত্তর প্রদেশে ৫১৩ মাদ্রাসা বন্ধ ◈ স্ত্রীকে খুন করে গাড়ির ডিকিতে ভরে ১৪৫ কিলোমিটার দূরে ফেলে এলো স্বামী

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪, ১২:৩২ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলভারের গোলে উরুগুয়ের সঙ্গে ড্র করলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে খেলার ফলাফল ব্রাজিলের নামের সঙ্গে বেমানান। ১৯৩০ সালে বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের লড়াইটা দুর্দান্ত হলেও ব্রাজিল সমর্থকরা যার পরনাই হতাশ। প্রথমে গোল হজম করে ম্যাচের অন্তিম লগ্নে গোল পরিশোধ করে পরাজয় থেকে রক্ষা পায় ব্রাজিল। ১-১ গোলে ড্র নিয়ে দুই দল মাঠ ছাড়ে। 

বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় মাঠে মুখোমুখি হয় ব্রাজিল ও উরুগুয়ে। স্বাগতিক ব্রাজিলের জন্য ম্যাচটি ছিল প্রতিশোধের থাকলেও সেই প্রতিশোধ যেন আর নেওয়া হলো না এবার। গেল কোপা আমেরিকায় টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায় উরুগুয়ে। তবে ড্র করেও যেন একপ্রকার নিজেদের সম্মান রক্ষা করলো সেলেসাওরা।

প্রথমার্ধে আক্রমণভাগে ছন্নছাড়া পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় গোল হজম করতে হয় ব্রাজিলকে। ভালভার্দের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। সেখান থেকেই অবশ্য ঘুরে দাড়িয়েছে সেলেসাওরা। ম্যাচের ৬২ মিনিটে সিলভার গোলে সমতায় ফেরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গোল পরিশোধের পর দেখা মেলে ব্রাজিলের চিরায়ত আক্রমণাত্মক ফুটবল। কিন্তু ফরোয়ার্ডদের দুর্বলতায় আরও একবার হতাশ হতে হয়েছে তাদের। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সেলেসাওদের।

মোট ১২ ম্যাচে তৃতীয়বার ড্র করা ব্রাজিলের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। এদিকে পেরুকে ১-০ গোলে হারানো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়