শিরোনাম
◈ রাজধানীর গাবতলীতে শাহী মসজিদ বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট (ভিডিও) ◈ বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে 'আরাকান আর্মি' ◈ শেখ হাসিনার জন্য ভারত ঠিক কতদূর যেতে রাজি? ◈ সারজিস আলমের ওপর হামলার অভিযোগ (ভিডিও) ◈ বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র ◈ যেভাবে গ্রেফতার হলেন সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার ◈ প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন ড. ইউনূস: বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়  ◈ জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়ে মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ, যা বললেন তিনি (ভিডিও) ◈ ভোটের অধিকারের ব্যাপারে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ: জেনেভায় আসিফ নজরুল ◈ হাসপাতালে কেমন আছেন মির্জা ফখরুল, যা জানা গেল

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪, ১০:৫০ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ বাছাই, পেরুর বিরুদ্ধে কষ্টের জয় আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক: নিজেদের মাটিতে দোর্দ- প্রতাপে খেলেছে আর্জেন্টিনা। সে তুলনায় গোল করতে পারেনি স্বাগতিকরা। পেরুও তাদের সেরাটা দিয়ে লড়েছে। গোলেরও একাধিক সুযোগ পেয়েছে তারা। কিন্তু পোস্টে অবিচল মার্টিনেজকে পরাস্ত করতে পারেনি। অনেক কষ্টে হলেও একমাত্র গোলে ম্যাচ জিতে নিয়েছে আর্জেন্টিনা। 

এক কথায় এল বোম্বান্বেরা স্টেডিয়ামে বছরের শেষ ম্যাচটা জয় দিয়েই রাঙাল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে কনমেবল অঞ্চলের শীর্ষে আর্জেন্টিনা। ম্যাসির অ্যাসিস্টে একমাত্র জয়সূচক গোলটি করেন লাউতারো মার্তিনেজ।

ম্যাচের শুরুটা খুব একটা ভালো করতে পারেনি আর্জেন্টিনা। একাধিক ইনজুরি সমস্যা নিয়েই মাঠের লড়াইয়ে নামে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে মাঝমাঠ আর আক্রমণভাগে আলবিসেলেস্তারা পুরো শক্তি পেলেও তা বার বারই কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিল স্কালোনি শিষ্যরা। ম্যাচের ২২ মিনিটে আতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আলভারেজের শট পরে ফিরে আসে বারে লেগে। পুরো ৪৫ মিনিটে আক্রমণে ভীতি ছড়িয়েছে ঠিকই কিন্তু কোনো গোলের দেখা পাইনি আর্জেন্টিনা।

ম্যাচের প্রথমার্ধে, ৭৬ শতাংশ সময় বল পায়ে রাখলেও, গোলমুখে শট ছিল একটি। আর অন্তত গোটা ছয়েক শট তারা নিলেও সবই ছিল অফ-টার্গেট। 

তবে প্রতিপক্ষ পেরুর গোলমুখে কার্যকরী শট একটাই নিতে পেরেছিল আর্জেন্টিনা। সেই খরা কাটল দ্বিতীয়ার্ধে এসে। ডি-বক্সের ভেতর বল পেয়ে দারুণ এক চিপ করেন লিওনেল মেসি। ইনফর্ম স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ শূন্যে ভেসে করলেন দুর্দান্ত এক গোল। তাতেই ডেডলক ভাঙলো আর্জেন্টিনার। ৫৫ মিনিটের সেই গোলেই বছরের শেষ ম্যাচে ঘরের মাঠে জয় পেল আর্জেন্টিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়