শিরোনাম
◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাকার জন্য দিল্লি ক্যাপিটালস ছেড়েছেন, গাভাস্কারের এমন অভিযোগ উড়িয়ে দিলেন পান্থ

স্পোর্টস ডেস্ক: গাড়ি দুর্ঘটনার পরও দিল্লি ক্যাপিটালস আইপিএলে ফেরা রিশাব পন্থকে অধিনায়কই রেখেছিলো। কিন্তু এবারের মেগা নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এমন কিছু দেখে ভারতের সাবেক তারকা সুনীল গাভাস্কার মন্তব্য করলেন টাকার জন্যই দিল্লি ছেড়েছে পান্ট।

এই মন্তব্যকে স্রেফ উড়িয়ে দিলেন ভারতীয় কিপার ব্যাটার। সম্প্রচারকারী চ্যানেলের এক ভিডিওতে মন্তব্যটি করেছিলেন গাভাস্কার। সেই ভিডিও শেয়ার করেই ক্যাপশনে পান্থ লিখেছেন, আমাকে দলে না রাখার কারণ টাকা নয়, এটা আমি খুব স্পষ্ট ভাবে জানাতে চাই।

দিল্লি ক্যাপিটালস পান্থকে ছেড়ে দেওয়ার পর গাভাস্কার বলেছিলেন, হয়তো টাকার পরিমাণ নিয়ে দুই পক্ষ একমত হতে পারেনি। তবে আমার মনে হয় দিল্লি চাইবে পান্থকে ফিরিয়ে নিতে। কারণ ওদের অধিনায়ক প্রয়োজন। পান্টকে না পেলে অধিনায়ক খুঁজতে হবে দিল্লিকে। তাই পান্টকে নেওয়ার চেষ্টা দিল্লি অবশ্যই করবে।

উল্লেখ্য, মেগা নিলামের আগে দিল্লির ধরে রাখা চার ক্রিকেটার হলো আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস ও অভিষেক পোড়েল। তাদের পেছনে দিল্লির খরচ হলো ৪৩ কোটি ৭৫ লাখ রুপি। এখনো তাদের হাতে রয়েছে ৭৬ কোটি ২৫ লাখ রুপি। রাইট টু ম্যাচ নিয়মে এখনো পান্টকে ফিরিয়ে আনার সুযোগ আছে ফ্র্যাঞ্চাইজিটি। শেষ পর্যন্ত তারা তা করে কিনা সেটাই দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়