শিরোনাম
◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪, ০১:০১ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়নায় মুখ দেখো, আত্মবিশ্বাস ফিরে পাবে, লোকেশ রাহুলকে সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটের ডানহাতি এই ব্যাটারের আত্মবিশ্বাস ফেরানোর মন্ত্র হিসেবেই এমন পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। চোট কাটিয়ে ফিরে এসে আসার পর মিডল অর্ডারে ব্যাট করে ব্যর্থ রাহুল। তাকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে চারদিকেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেতো সুযোগ পেয়েছেন কেবল এক ম্যাচ। করতে পারেনি দুই ইনিংস মিলিয়ে ১২ রানের বেশি।

অস্ট্রেলিয়া সফরেও অবশ্য তাকে রেখেছে নির্বাচকরা। এখনই তার উপর হতাশ হতে চায় না ভারতীয়রা। তবে অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে ভারত এ’ দলের হয়েও ব্যাট হাতে ব্যর্থ রাহুল। দুই ইনিংসে রান ৪ ও ১০। - ডেইলি ক্রিকেট

তাইতো অজিদের বিপক্ষে জাতীয় দলের সিরিজের আগে তাকে নিয়ে ভাবনা। এমনিতে একাদশে থাকার সম্ভাবনা কম হলেও রোহিত শর্মা প্রথম টেস্ট খেলবেন না বলে সুযোগ বেড়েছে।  কিন্তু সে ক্ষেত্রে কাজে লাগাতে হলে নিজেকে হতে হবে আত্মবিশ্বাসী। তাই সাবেক কাপ্তান গাঙ্গুলি দিলেন পরামর্শ।

তিনি বলেন, আত্মবিশ্বাসটাই আসল। ওর উচিত নিজের সঙ্গে কথা হলা। খেলায় উত্থান-পতন হতেই পারে। আত্মবিশ্বাসও বাড়ে-কমে। নেটে কঠোর পরিশ্রম করে তা ফিরিয়ে আনতে হবে। আয়নায় নিজের মুখ দেখতে হবে। বোঝাতে হবে তুমি পারবে। তবেই আত্মবিশ্বাস ফিরবে।

আইপিএলের গত মৌসুমে লাখনৌ সুপার জায়ান্টসের হয়ে অধিনায়কত্ব করেছেন। এবার তাকে ধরেই রাখলো না দলটি। এতেও চাপ বাড়ার কথা লোকেশ রাহুলের। এমনটা মনে করেন সৌরভ গাঙ্গুলি। তার মতে, রাহুলকে লাখনৌ ছেড়ে দিয়েছে। এতে ওর চাপ আরও বেড়েছে। আমি জানি না, নিলামে লাখনৌ ওকে আবার নেবে কি না। তবে রাহুল দল নিশ্চয় পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়