শিরোনাম
◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৪, ০৭:৪০ বিকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনিংস ও ১৩৯ রানে ঢাকা মেট্রোকে হারালো সিলেট

স্পোর্টস ডেস্ক: খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগের খেলায় রোববার শেষ বিকেলেই খালেদ আহমেদের তোপ অনুভব করছিলেন ঢাকা মেট্রোর ব্যাটাররা। তৃতীয় দিনে খালেদের আগুনে যেন পুড়েই গেলেন আমিনুল ইসলাম বিপ্লব এবং শামসুর রহমান শুভরা। ১০৭ রানে অলআউট হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ইনিংস এবং ১৩৯ রানে হেরেছে মেট্রো।

প্রথম ইনিংসেও ব্যর্থ ছিলেন মেট্রোর ব্যাটাররা। অলআউট হন মাত্র ১৩০ রানে। এরপর অমিত হাসানের সেঞ্চুরিতে ৩৭৬ রানের বিশাল সংগ্রহ পায় সিলেট। ব্যাটিংয়ে নেমে ৪৯ রান তুলতেই চার উইকেট হারায় মেট্রো। - ক্রিকফ্রেঞ্জি
আগের দিন খালেদ এবং রেজাউর রহমান রাজা নেন দুটি করে উইকেট। ১৯৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে মেট্রো। দলের রান পঞ্চাশ পেরোতেই টপাটপ দুই উইকেট হারায় দলটি।

২২তম ওভারে বোলিংয়ে এসে ৩০ বলে ১৪ রান করা বিপ্লবকে বোল্ড করেন খালেদ। পরের বলেই শুভকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। আবু হায়দার রনি এসে আগ্রাসী ভঙ্গিমায় প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও কাজ হয়নি।

১৯ বলে ২৮ রান করা এই অলরাউন্ডারকে কট অ্যান্ড বোল্ড করেন রাজা। এরপর মার্শাল আইয়ুব দলকে একশ পার করান। নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে শেষ উইকেট হয়ে ফেরার আগে ৫৫ বলে ৩৪ রান করেন তিনি।

মাঝে শূন্য রানে আরিফ আহমেদকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে নিজের পাঁচ নম্বর উইকেট পূর্ণ করেন খালেদ। ৪৫ রান খরচায় পাঁচ উইকেট নেন তিনি। ৩৯ রান খরচায় তিন উইকেট নেন রাজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়