শিরোনাম
◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৪, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে ইমরুলের বিদায়, জানিয়ে গেলেন সরে দাঁড়ানোর বোধশক্তি কথা

স্পোর্টস ডেস্ক: ইমরুল কায়েসের বলে বাউন্ডারি মেরে ম্যাচ জিতে যায় ঢাকা বিভাগ। ম্যাচ হারলেও সবকিছু ভুলে ইমরুলকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন সতীর্থ থেকে প্রতিপক্ষের ক্রিকেটাররা। নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলে যখন ড্রেসিং রুমের দিকে ফিরছিলেন তখন বিদায়টা আরও রঙিন করে দিলেন সতীর্থরা।

এনামুল হক বিজয়, শেখ পারভেজ হোসেনরা কাঁধে তুলে নিয়ে ইমরুলকে বিদায় দিলেন। মাঠের বাইরে এসে নির্বাচক আব্দুল রাজ্জাক ও সাবেক সতীর্থ তুষার ইমরানের সঙ্গেও ফ্রেমবন্দি হলেন বাঁহাতি এই ব্যাটার। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিশেষ সম্মানার্থে স্মারক তুলে দেয়া হয়েছে তার হাতে। বিসিবির এমন কার্যক্রমের আগে মিরপুরে প্রথম দিনে খুলনা বিভাগের পক্ষ থেকে সম্মাননা স্মারকের পাশাপাশি গার্ড অব অনার পেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার । - ক্রিকফ্রেঞ্জি

দ্বিতীয় ইনিংসে ইমরুলকে আরও একবার গার্ড অব অনার দিয়েছেন বিজয়, মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলামরা অবসরের আগে বাংলাদেশের হয়ে ৩৯ টেস্টে ১ হাজার ৭৯৭ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৮টি ম্যাচ খেলেছেন ইমরুল। যেখানে প্রায় ৮ হাজার করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়ার কারণ জানিয়েছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। ইমরুল জানান, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার ফিটনেস থাকলেও চারদিনের ম্যাচ খেলার মতো অবস্থায় নেই।

এ প্রসঙ্গে ইমরুল বলেন, আমার ফিটনেস এখন যে পর্যায়ে আছে, তাতে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য নিজেকে টিকিয়ে রাখতে পারব এবং আরও কয়েক বছর খেলতে পারব। চার দিনের ম্যাচ খেলার জন্য যে পরিমাণ শক্তি ও দৃঢ় মনোবল থাকতে হয়, তা এখন আর নেই। আমার মনে হয়েছে, আমি যদি নিজেকে তরুণদের সঙ্গে তুলনা করি এবং ওদের মতো ছন্দে (গতিশীল) খেলতে না পারি, তাহলে নিজেকে ছোট মনে হয় এবং লজ্জা লাগে। কিন্তু সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে একদিনেই খেলা শেষ হয়ে যায়। এখানে ফুল এনার্জি দেওয়া সম্ভব।

অবসরের পেছনে সম্মানবোধের কথাও ভেবেছেন ইমরুল। বেশ কয়েকজন ক্রিকেটার আরও দু’বছর প্রথম শ্রেণির ক্রিকেট চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে দুই বছর পর কেউ যেন বলতে না পারেন “ভাই, আপনি কবে খেলা ছাড়বেন? এমন কথা ভেবেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বাঁহাতি এই ব্যাটার। ইমরুল মনে করেন, সম্মান থাকতে সরে দাঁড়ানোর বোধশক্তি থাকা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রথমত বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। আমি যখন বিসিবিকে (অবসরের) সিদ্ধান্তের কথা জানাই, তারা ব্যাপারটিকে ইতিবাচকভাবে নিয়েছে। আমাকে অনেকেই বলেছে, ভাই, আপনি আরও ২ বছর খেলতে পারতেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আরও ২ বছর খেললে তারাই প্রশ্ন করত ভাই, আপনি কবে খেলা ছাড়বেন? এই কথাগুলো শোনার চেয়ে নিজ থেকেই চলে যাওয়াটা ভালো মনে হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়