শিরোনাম
◈ চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০ ◈ কুয়েট শিক্ষক সমিতি একপক্ষের চাপে ভিসির পদত্যাগ মেনে নেবে না ◈ চাঞ্চল্যকর তথ্য দিলেন পলক, কে কে লুকিয়ে ছিলেন সংসদ ভবনে ◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ। তবে এই ম্যাচে দুই দল মিলে রান তুললো ৪৩৯। ছক্কা মারল সমান ১৬টি করে মোট ৩২টি। সেন্ট লুসিয়ায় রান বন্যার এই ম্যাচে শেষ হাসি হাসল ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডকে হারিয়েছে রভম্যান পাওয়েলের দল। প্রথম তিনটিতে জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের এই সিরিজে চতুর্থ ম্যাচে জিতে ব্যবধান কিছুটা কমিয়ে নিলো স্বাগতিকরা।

ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ২১৯ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশাল লক্ষ্য তাড়া করার পথে মূল ভূমিকা রাখেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও এভিন লুইস। দুজন ৫৫ বলে ১৩৬ রানের জুটি গড়েন।

এই দুজনের স্ট্রাইক রেট ছিল ২০০–এর বেশি। সাতটি ছক্কা ও চারটি চারে ৩১ বলে ৬৮ রান করেন লুইস। আর হোপ তিনটি ছক্কা ও সাতটি চারে করেন ২৪ বলে ৫৪ রান। দলীয় ১৩৬ রানে টানা তিন বলে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
রেহান আহমেদের ওভারের প্রথম বলে লুইস আউট হওয়ার পর দ্বিতীয় বলে হোপ হন রান আউট। আর ওভারের তৃতীয় বলে নিকোলাস পুরানকে বোল্ড করেন রেহান। ইংল্যান্ডের দলীয় নৈপুণ্যে টানা তিন বলে তিন উইকেট হারানোর পর রান তাড়া করতে খুব বেশি সমস্যা হয়নি ক্যারিবিয়ানদের।

২৩ বলে ৩৮ রান আসে অধিনায়ক পাওয়েলের ব্যাটে। ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন শারফানে রাদারফোর্ড। এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের শুরুটাও ছিল দারুণ। ওপেনিং জুটিতে দলটি তোলে ৩০ বলে ৫৪ রান।

ফিল্ট সল্ট ৩৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। ১২ বলে ২৫ করেন উইল জ্যাকস। অধিনায়ক বাটলার ফেরেন ২৩ বলে ৩৮ রান জিতে। জ্যাকব বেথেল হাঁকান হাফ সেঞ্চুরি। ৩২ বলে ৬২ রান করে অপরাজিত ছিলেন তিনি।
শেষদিকে স্যাম কারেন ১৩ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। পাঁচ উইকেটে ২১৮ করে ইংল্যান্ড। যদিও তা এক ওভার হাতে রেখে জিতে ওয়েস্ট ইন্ডিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়