শিরোনাম
◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ১১:১৮ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ: ওয়েস্ট ইন্ডিজ কোচ

স্পোর্টস ডেস্ক: অতীতে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ কখনোই ধারাবাহিকভাবে ভাল কিছু করতে পারেনি। ২০০৯ সালে খর্ব শক্তির ক্যারিবিয়ানদের বিপক্ষে যা একটু সাফল্য। ২০০৪ সালের সফরে প্রথমবার টেস্ট খেলে অবশ্য ড্র করেছিলো দারুণভাবে। 

পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে তাদের মাটিতে ওই একবারই যা লড়াই করার করেছে। এরপর সময়ের সাথে উন্নতি না করে টাইগাররা করেছে অবনতি। ২০১৪ থেকে ২০২২ এই সময়ে খেলা ৬ ম্যাচের সবকটিতেই বাজে হার সঙ্গী। সোজা কথা বললে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশ। - ডেইলি ক্রিকেট

আরও একবার ওয়েস্ট ইন্ডিজ গেলো টাইগাররা। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে সেখানেই আছে বাংলাদেশ। ২২ নভেম্বর শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। তার আগে ১৮ ও ১৯ নভেম্বর একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে প্রতিপক্ষে খেলতে পারে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডের বেশ কয়েকজন। থাকবেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটও। 

ক্যারিবিয়ান সফরে টাইগারদের নাজুক পারফরম্যান্সের পরও এবারের সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজ কোচ আন্দ্রে কোলির। এমনকি ঘরের মাঠেও যখন ভরাডুবি টাইগারদের। 

কোলি যেমনটা বলছিলেন, 'উদীয়মান দুটি স্কোয়াডের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই আশা করছি আমরা। সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ও অনুশীলন ক্যাম্প আমাদেরকে সুযোগ করে দেবে সম্ভাব্য সেরা প্রস্তুতি নেওয়ার। অভিজ্ঞ ও উঠতি, সব ক্রিকেটারই নিজেদের স্কিল শাণিত করে নেওয়ার সুযোগ পাবে টেস্ট সিরিজের আগে।

২২ নভেম্বর প্রথম ও ৩০ নভেম্বর শুরু দ্বিতীয় টেস্ট। চোটের কারণে বাংলাদেশ নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না। টেস্ট সিরিজের পর আছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়